TV3 BANGLA
ইউরোপ

প্যারিসে ফ্ল্যাট থেকে মা ও ৪ সন্তানের লাশ উদ্ধার

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের একটি ফ্ল্যাট থেকে এক নারী ও তার চার সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৬ ডিসেম্বর বিবিসির খবরে বলা হয়েছে, প্যারিস থেকে ৪১ কিলোমিটার দূরে অবস্থিত মেক্স শহর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে প্রসিকিউটররা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় প্রসিকিউটর বলেন, একটি ফ্ল্যাট থেকে ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর স্বামীকে খুঁজছেন তারা। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে ধরতে পারলেই হয়তো এই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

প্রসিকিউটর জিন-ব্যাপটিস্ট ব্লেডিয়ার ফরাসি মিডিয়াকে নিশ্চিত করেছেন যে, ভার্সাই জুডিশিয়াল পুলিশ সার্ভিস এই ঘটনা তদন্ত করছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৬ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ইটালির ফ্যাশন মঞ্চে বাংলাদেশি নারীসহ অভিবাসীরা

করোনা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ইউরোপ-এশিয়ায় নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা

সুপারমার্কেটে ৬৮ মিলিয়ন পাউন্ডের মূল্যের কোকেন সরবরাহ!