5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

প্রচণ্ডে গরমে ইতালির ১৪ শহরে রেড এলার্ট

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালির ১৪টি শহরের বাসিন্দারা। ওইসব এলাকায় প্রথমবারের মতো চরম তাপ প্রবাহজনিত লাল সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ইতালির ১৪টি শহরজুড়ে তীব্র দাবদাহের জন্য রেড অ্যালার্ট জারি করেছে ইতালির সরকার। শহরগুলো হলো-রোম, ফ্লোরেন্স, বলোনিয়া, আনকোনা, ব্রেসিয়া, ফরোসিয়নে, ল্যাতিনা, রিয়েতি, ত্রিয়েসতে, ভেরনা, পারুজিয়া, বুলজানো, কাম্পুবাচ্ছও সার্দিনিয়া। এসব অঞ্চলে সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রেড অ্যালার্ট জারি করা শহরগুলোতে বৃহস্পতিবার ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশ্বের অন্যতম সৌন্দর্যের দেশ ইতালিতে ২১ জুন থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকাল চলে। চলতি বছর ইতালি ও ইউরোপজুড়ে তীব্র খরা ও দাবদাহের মুখোমুখি হবে বলে জানিয়েছে ইতালি ও ইউরোপের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।

এম.কে
২৪ জুন ২০২৩

আরো পড়ুন

প্রতি ডোজ ১১২৫ টাকায় করোনা টিকা ছাড়ছে বেক্সিমকো

চীনের পর রেকর্ড হারে কমলো জাপানের জনসংখ্যা

যুক্তরাজ্য থাবা বসাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট