6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রধানমন্ত্রীর দিওয়ালির অনুষ্ঠানে ঢালাও মদ-মাংস, ক্ষুব্ধ ব্রিটিশ হিন্দুরা

ব্রিটিশ হিন্দুরা দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত দিওয়ালির অনুষ্ঠানের ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। তার বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আমলা, রাজনীতিবিদরা।

প্রদীপ জ্বালিয়ে, ভারতীয় নৃত্য প্রদর্শনের মাধ্যমে দিওয়ালি উদযাপন করা হয়। কিন্তু গোলমাল হয় অতিথিদের পাতে মাংস আর মদের আয়োজন নিয়ে। এই নিয়েই আপত্তি ব্রিটেনের হিন্দু সম্প্রদায়ের একাংশের। যদিও প্রধানমন্ত্রীর বাসভবন থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ব্রিটেনে বসবাসকারী হিন্দু পণ্ডিত সতীশ কে শর্মা এর জন্য দায়ী করছেন প্রধানমন্ত্রীর দফতরকেই। ১০ ডাউনিং স্ট্রিটের কর্মকর্তাদের ‘সংবেদনশীলতার অভাব’ এবং আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘গত প্রায় ১৪ বছরে ১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলির অনুষ্ঠান মাংস ও সুরা ছাড়াই পালিত হয়েছে। এবারের অনুষ্ঠানে মাংস এবং সুরা যুক্ত হওয়ায় আমি হতাশ এবং বেশ স্তম্ভিত। প্রধানমন্ত্রীর দফতরের উপদেষ্টাদের এতটা অসতর্কতা এবং অবহেলাপূর্ণ মনোভাব খুবই দুঃখজনক।”

গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের দিওয়ালি পার্টিতে অবশ্য আমিষ খাবারের কোনও বালাই ছিল না। এক্স হ্যান্ডেলে ব্রিটিশ হিন্দু পণ্ডিত সতীশ কে শর্মা বলেছেন, ‘যদি বিষয়টি ইচ্ছাকৃত ভুল না-ও হয়, তাহলেও প্রধানমন্ত্রী ব্রিটিশ হিন্দু কমিউনিটির ভাবাবেগে আঘাত করেছে।’ যদিও এখনও পর্যন্ত ১০ ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এই মর্মে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি।

ব্রিটেনে বসবাসকারী হিন্দুদের একটি সংগঠন ‘ইনসাইট ইউকে’-ও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া

এম.কে
১১ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বিবাহ বিচ্ছেদের পথে হ্যারি-মেগান!

যুক্তরাজ্যে অর্থের অভাবে বন্ধ হচ্ছে পুলিশ স্টেশন

একজন আশ্রয়প্রার্থীর বিশ্বজয়ের গল্প