4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বিনোদনশীর্ষ খবর

প্রশংসায় ভাসছে গৌরি চৌধুরীর ‘বাবা তুমি ছাড়া এই পৃথিবী’

বাবা দিবসের বিশেষ আয়োজন, যুক্তরাজ্য প্রবাসী গৌরি চৌধুরীর গান ‘বাবা তুমি ছাড়া এই পৃথিবী’ ইউটিউবে রিলিজ পায় রোববার (২০ জুন)। এরই মাঝে গানটি ছাড়িয়ে গেছে এক হাজার ভিউ। চমৎকার মিউজিক ভিডিও ও সঙ্গীত সমন্বয় খুব দ্রুতই কেড়ে নিয়েছে হাজারো মানুষের মন।

 

জ্যোতিকা চৌধুরীর কথায়, শেখ সাদি খানের সুরে এই গানটির আমেজ নস্টালজিয়ায় মোড়া। পৃথিবীর সবচেয়ে সুন্দর, চমৎকার, নিঃস্বার্থ ও নিষ্পাপ সম্পর্ক, বাবা-মেয়ের সম্পর্ক। সেই বিষয়টিই উঠে এসেছে গানের কথায় ও মিউজিক ভিডিওতে। যুক্তরাজ্যের বিভিন্ন মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে ভিডিওটি যার নির্মাতা মঈনুল হোসেন মুকুল৷ পরিচালক এখানে বাবা-মেয়ের দুই বয়সের দুইবেলার চিত্র দেখিয়েছেন।

 

ভিডিওটিতে অভিনয় করেছেন মৃণাল সেনগুপ্ত, মিল্টন সাহা, সিয়েনা সাহা, এবং পালমিরা তরন।

 

এরইমধ্যে ইউটিউবে অনেক প্রশংসা কুড়িয়েছে গানটি। মিল্টন রাজ কমেন্টে লিখেছেন-

‘অসাধারণ গায়িকী , কি মধুর সুর , বাবা দিবস উপলক্ষে কি সুন্দর আয়োজন’।

 

সাইফুল ইসলাম লিখেছেন-

‘যতবার এই গান টা শুনি ততবার মন ভরে যায়’

 

কবি শাহাদাত মানিক গানটির রিভিউ করতে গিয়ে লিখেছেন-

‘বলতে দ্বিধা নেই, অনেক দিন পর ভালো একটি বাংলা গান শুনবার ভাগ্য হলো। গানের কথা কি সূর – অপূর্ব ভাবে এক ধারাতেই বাঁধা। এই গানের কথাগুলোকে এর চেয়ে ভিন্ন ভাবে সূর করে এতো মহিমান্বিত করা যেত কিনা জানি না। বেশ মুগ্ধ হয়ে ছিলাম গানের বেজে চলার সমস্ত সময়টুকুন। এ পর্যন্ত কয়েকবার শুনেছি। ভালো লেগেছে প্রতিবার’।

 

কণ্ঠ: গৌরী চৌধুরী

গানের কথা : জ্যোতিকা চৌধুরী

সুর : শেখ সাদি খান

সংগীত: উজ্জল সিনহা

সীতার: রাহুল চ্যাটার্জী

বাঁশি: বাবু

তবলা: মিলন ভট্টাচার্য্যে

সারেঙ্গী: আরশেদ

গিটার : সামু বড়ুয়া

পার্কাশন: জনি

মিক্সিং & মাস্টারিং : টিপু সুলতান

ষ্টুডিও: পিয়ানো

 

মডেল :

মৃনাল সেনগুপ্ত

মিল্টন সাহা

সিয়েন্না সাহা

পালমিরা তাড়ান

 

ভিডিও এডিটিং | কালার | ডিরেক্টর: মঈনুল হোসেন মুকুল

আর্ট & কস্টিউম: সালিমা শারমিন হোসেন

 

বিশেষ কৃতজ্ঞতা: পরাগ হোসেন

 

 

২৩ জুন ২০২১
এনএইচ

আরো পড়ুন

জানুয়ারিতে রেমিটেন্স ১৯৬ কোটি ডলার

অনলাইন ডেস্ক

সব ফোনের জন্য এক চার্জার আনতে ইইউ পার্লামেন্টে প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে সাহায্যের হাত বাড়ালেন ইলন মাস্ক