21.4 C
London
May 12, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

প্রাদেশিক পুলিশ প্রধানকে পৈশাচিকভাবে হত্যা করল তালেবান

আফগানিস্তান দখলের নেওয়ার পর বাদগিস প্রদেশের পুলিশ প্রধানকে নৃশংসভাবে হত্যা করেছে তালেবানরা। এক ভিডিও ফুটেজে উঠে এসেছে গা শিওরে ওঠা ভিডিও। ওই পুলিশ প্রধানকে এক সপ্তাহ আটকে রাখার পর হত্যা করা হয়েছে।

 

ভিডিওতে দেখা যায়, জেনারেল হাজী মোল্লা আচাকযাই হাত বাঁধা অবস্থায় হাটু গেড়ে বসে আছেন আর পেছনে দুজ’ন দাঁড়িয়ে। এরপরেই আসে বন্দুকের শব্দ। তুর্কমেনিস্তান সীমান্তের কাছাকাছি এলাকা দখল করার পর ওই পুলিশ প্রধানকে আটক করে তালেবানরা। এরপর এক সপ্তাহ আটকে রাখার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

 

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষদিকে তুর্কমেনিস্তান সীমান্তবর্তী বাদগিস দখলের সময়ই প্রবীণ এই কমান্ডারকে বন্দী করেছিল তালেবানরা। ষাটোর্ধ্ব আচাকযাই, তালেবান এবং আফগান সরকারি সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষে একজন সুপরিচিত যোদ্ধা ছিলেন।

 

আফগানিস্তানের ক্ষমতা দখলের এক সপ্তাহও পার হয়নি, এরইমধ্যে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে তালেবানদের নৃশংসতার খবর।

 

২০ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

 

আরও পড়ুন:

হাজারা সংখ্যালঘুদের ‘নির্যাতন ও গণহত্যা’ করেছে তালেবান

 

আরো পড়ুন

ইরানের পরাজয় উদযাপনে যুবককে গুলি করে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা অনুমোদন দিলো যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে ইউরোপে অবৈধ প্রবেশের নতুন রুট আলবেনিয়া

অনলাইন ডেস্ক