5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ফের তুঙ্গে ক্রিপ্টোর চাহিদা, হু হু করে বাড়ছে বিটকয়েনের দাম

মঙ্গলবার ক্রিপ্টো মার্কেটের ট্রেডিং-এ নতুন উচ্চ মূল্যে পৌঁছেছে বিটকয়েন। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৩০,২০০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।  বিটকয়েন গত বছরের জুন থেকে প্রথমবারের মতো ৩০,০০০ মার্কিন ডলারের মূল্য অতিক্রম করেছে বলে খবরে জানা যায়।
গণমাধ্যমের তথ্যানুযায়ী, বর্তমান বছরটি বিটকয়েনর জন্য ভালো হয়ে এসেছে কারণ এটি এখনও পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ লাভ করেছে। বিশ্ব গণমাধ্যমের খবরে জানা যায়, সাম্প্রতিক বাজারের অবস্থা বিশ্ব জোরে  বিনিয়োগকারীদের মধ্যে ক্রিপ্টোকারেন্সির প্রতি ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত পাওয়া গিয়েছে৷
বস্তুত গত সপ্তাহে বিটকয়েন ৬.১৫ শতাংশ বেড়ে ৩০,২৪৪.২০ মার্কিন ডলারে লেনদেন করেছে। যা গত ৩০ দিনের সর্বোচ্চ স্তর। এটি মঙ্গলবারের বাজারেও শীর্ষ স্থানীয় ক্রিপ্টোকারেন্সি ছিল। কয়েন মার্কেট ক্যাপ অনুযায়ী বিটকয়েনের আধিপত্য আগের দিনের তুলনায় বাজারে ০.৮৩ শতাংশ বেড়ে ৪৭.১৫ শতাংশ হয়েছে। সাতটি ট্রেডিং সেশনে বিটকয়েন প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিটকয়েনের প্রসঙ্গে জেবপে-এর সিইও বলেন “২০২৩ সালের শুরু থেকে বিটকয়েন একটি ঊর্ধ্বমুখী গতিতে রয়েছে। ১ জানুয়ারি বিটকয়েন মোটামুটি ১৬,৫০০ মার্কিন ডলারে লেনদেন শুরু করেছিল। ১১ই এপ্রিল পর্যন্ত এটি ৩০,০০০ মার্কিন ডলারের উপরে ট্রেড করছে। ২০২২ সালের জুনের পর এই প্রথম বিটকয়েন এই স্তরে পৌঁছেছে। যদি এটি ৩০,০০০ মার্কিন ডলারের মূল্যে টিকে থাকে তবে আমরা এর দাম আরও বাড়তে দেখতে পারি।”
একজন অর্থনীতিবিদ বিটকয়েনের মূল্য বৃদ্ধি নিয়ে বলেন, ” যেহেতু মার্কিন অর্থনীতি “হার্ড ল্যান্ডিং” এর ক্রমবর্ধমান সম্ভাবনার মুখোমুখি হচ্ছে। যখন উচ্চ সুদের হার ব্যাংকিং সঙ্কটে জ্বালানি উচ্চ দামও যোগ হয়েছে। বিনিয়োগকারীরা সোনার মতো নিরাপদ সম্পদ শ্রেণির দিকে ঝুঁকছে৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো কোম্পানিগুলি ব্যাংকিং চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও, বিটকয়েনের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে এবং এটি ঐতিহ্যগত অর্থ থেকে সত্যিকার অর্থে “ডিকপলিং” বলা যেতে পারে।

আরো পড়ুন

পার্টিগেট তদন্ত নিয়ে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি মেট পুলিশ

কলার বাক্সে ব্রিটেনে এলো ১৮৪ মিলিয়নের কোকেন!

ব্রিকস নতুন মুদ্রা আনলে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের