3 C
London
January 19, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ফ্রান্সে করোনার চতুর্থ ঢেউ আসতে পারে এ মাসেই

জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে পারে বলে জানিয়েছে সেদেশের সরকার।

 

ফ্রান্সের সরকারি মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল স্থানীয় সময় সোমবার (৫ জুলাই) ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, ফ্রান্সে গত সপ্তাহে করোনাভাইরাসের মহামারি আবার বেড়েছে। সংক্রমিত ব্যক্তিদের ৩০ শতাংশের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।  এ মাসের শেষে চতুর্থ ঢেউয়ের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 

এর আগে রোববার (৪ জুলাই) ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরানও একই সতর্কতা জারি করেন।

 

ভারতে প্রথম করোনাভাইরাসের ডেলটা ধরন শনাক্ত হয়। এরপর যুক্তরাজ্য, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেলটা ধরনের সংক্রমণ।

 

ফ্রান্সের সরকারি কর্মকর্তাদের সূত্রে বলা হচ্ছে, পর্যাপ্ত জোগান থাকার পরও অনেকে টিকা নিচ্ছেন না। এটি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার একটি কারণ হতে পারে।

 

পরিসংখ্যান বলছে। ফ্রান্সে প্রতি এক লাখে ২১ জন মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত সপ্তাহের তুলনায় করোনাভাইরাসে সংক্রমিতের হার বেড়েছে ১০ শতাংশ।

 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান টুইটে সতর্কতা জারি করে বলেন, জুলাই মাসের শেষ দিকে করোনাভাইরাসের সংক্রমণের চতুর্থ ঢেউ আসতে পারে। টিকাদান, করোনা পরীক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখলে সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে।

 

ফ্রান্সের স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার ৬০০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত এপ্রিল মাসে ফ্রান্সে সংক্রমণের তৃতীয় ঢেউ চলাকালে দৈনিক সংক্রমণ ৩৫ হাজারের বেশিতে পৌঁছেছে।

ফ্রান্স সরকার টিকা বাধ্যতামূলক করার পরও দেশটির ৩৬ শতাংশ জনগণ করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

 

দ্য ফ্রেঞ্চ হসপিটালস ফেডারেশন (এফএইচএফ) বলছে, হাসপাতালের কর্মীদের ৬৪ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। তবে সাধারণদের অনেকে টিকা নিতে সংশয় প্রকাশ করেছেন।

 

৬ জুলাই ২০২১
সূত্র: বিবিসি

আরো পড়ুন

নতুন ইমিগ্রেশন আইন যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানকে সমস্যায় ফেলতে পারে

রুয়ান্ডায় যেতে চায় না বলে হারিয়ে যাচ্ছে অবৈধ অভিবাসন প্রত্যাশীরা

সব মোবাইল ডিভাইসে ইউএসবি-সি চার্জার চায় ইইউ

অনলাইন ডেস্ক