22.8 C
London
August 13, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ফ্রান্স-ইতালি সীমান্তে ৩১ অনিয়মিত অভিবাসী আটক

দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ফকোঁ-দ্যো-বার্সেলোনেতে একটি ভ্যান থেকে ৩১ জন ব্যক্তিকে খুঁজে পেয়েছে ফরাসি পুলিশ৷ তাদের সবাই অনিয়মিত অভিবাসী বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে৷
ফরাসি গণমাধ্যম জানিয়েছে, উবাই উপত্যকার কাছের শহর ফকোঁ-দ্যো-বার্সেলোনেতের কাছে থাকা একটি যাত্রীবাহী ভ্যানে রোববার ৩১ জন অভিবাসীকে খুঁজে পেয়েছে স্থানীয় পুলিশ।
ওই ভ্যান চালককে আটক করেছে পুলিশ৷ তাকে অভিবাসী পাচারের অভিযোগে দ্রুত আদালতে হাজির করার কথা রয়েছে।
অনিয়মিত অবস্থায় থাকা এসব অভিবাসীদের অত্যন্ত ‘অমানবিক পরিস্থিতিতে’ পরিবহন করা হয়েছে বলে জানিয়েছে একটি পুলিশ সূত্র।
জানা গেছে, অভিবাসীদের সবাই পুরুষ এবং তারা ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত৷ অনিয়মিত অভিবাসীদের নিয়ম অনুযায়ী ইটালীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফ্রান্সের সঙ্গে থাকা ইটালি সীমান্তে কয়েক বছর ধরে নজরদারি বাড়িয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এই অঞ্চলে নিয়মিত অভিবাসীদের পরিবহন করা বিভিন্ন গাড়িকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। অনিয়মিত অভিবাসীদের বেশিরভাগ সময় ইটালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

Deadline for personal tax return and payment

অনলাইন ডেস্ক

শেষ রক্ষা হলো না, অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়, সরকার গঠনে আমেরিকার ইশারা