26.9 C
London
August 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাজার থেকে নিরামিষ বার্গার প্রত্যাহার করল টেসকো

যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক গ্রোসারি চেইন টেসকোর আলোচিত খাদ্যপণ্যের মধ্যে রয়েছে ভেগান বার্গার। কিন্তু এই ফাস্ট ফুডের বাইরের তুলনায় ভেতরের অংশ অতিরিক্ত গরম হওয়ায় সম্ভাব্য ‘বার্ন রিস্ক’ তৈরি হয়েছে।

এ কারণে বাজার থেকে তারা ‘টেসকো প্লান্ট শেফ টু মিট-ফ্রি বার্গারস উইথ মেল্টিং মিডল’ নামের নিরামিষ খাদ্যপণ্যটির তুলে নিচ্ছে। মার্কিন খাদ্য মান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সরিষা ও আচার জাতীয় উপাদানে পুরো রুটির তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে। ফলে গ্রাহকরা বার্গারে কামড় দিলে মুখ পুড়ে যেতে পারে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

র‍্যাপিড হোম টেস্ট কিট সংকটে যুক্তরাজ্য!

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপে রাখবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

দক্ষিণ ইংল্যান্ডে ৩৫ ডিগ্রি তাপমাত্রার আশঙ্কা, হাসপাতাল ও পরিবহন সেবায় প্রভাবের সতর্কতা