TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

বিনামূল্যে ৫ লাখ ট্যুরিস্ট ভিসা দেবে ভারত

করোনা মহামারির আঘাতে জর্জরিত পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে পাঁচ লাখ বিদেশিকে বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা দেবে ভারত।

 

ভিসা কার্যক্রম শুরু হলে প্রথম পাঁচ লাখ ভিসা দেওয়া হবে বিনামূল্যে। একজন একবারই এই সুবিধা নিতে পারবেন।

 

দেশটির অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দ্য ডেইলি স্টার।

 

সোমবার (২৮ জুন) ভারতের অর্থমন্ত্রী নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানান, এই সুবিধা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত অথবা পাঁচ লাখ ভিসা দেওয়া পূর্ণ হওয়া পর্যন্ত চলবে।

 

দেশটির সরকারি অনুমিত হিসাব অনুযায়ী, ২০১৯ সালে এক কোটি নয় লাখ ২০ হাজার বিদেশি ভারতে বেড়াতে গেছেন এবং তারা প্রায় ৩০ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন বিনোদন ও ব্যবসায়িক কার্যক্রমে।

 

২৯ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!

মরোক্কো থেকে স্পেনে প্রবেশ চেষ্টাকালে ১৮ অভিবাসী নিহত

‘প্রবাসীরা নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে দেশে আসতে চান’