ভারতকে গুঁড়িয়ে ক্রিকেট বিশ্বকাপে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।
এদিন আগে ব্যাট করে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৪০ রানে অলআউট হয় ভারত। টার্গেট তাড়ায় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান ট্রাভিস হেড।
ফাইনাল ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, আমি মনে করি আমরা টুর্নামেন্টের শেষ পর্যন্ত আমাদের সেরাটা দিতে পেরেছি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন খুব ভালো ব্যাটিং করেছে। বোলিংও আমাদের বেশ ভালো হয়েছে।
কামিন্স আরও বলেন, রান তাড়া করার জন্য আজ একটি শুভ রাত্রি ছিল। টস জয়ের পরই আমার কাছে মনে হয়েছে রান তাড়া করা সহজ হবে। পিচটি আমার ধারণার চেয়ে ধীর গতির ছিল। আজকের এই জয় আমাদের ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে এবং এই বছরটি আমাদের আজীবন মনে থাকবে।
এম.কে
২০ নভেম্বর ২০২৩