6.4 C
London
December 27, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

বিশ্ববিখ্যাত আইফোন হ্যাকারকে টুইটারে নিয়োগ

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছাঁটাইপর্ব শেষে এবার নিয়োগ প্রক্রিয়ায় নজর দিলেন চিফ টুইট ইলন মাস্ক। শুরুতেই সবাইকে চমকে নিয়োগ দিলেন আইফন হ্যাকার জর্জ হটজকে। যিনি ২০০৭ সালে খবরের শিরোনামে এসেছিলেন আইফোনের কড়া নিরাপত্তা বলয় ভেদ করে। আর এবার তিনি বসবেন টুইটারের চেয়ারে।

 

২০০৭ সালে আইফোনের কড়া নিরাপত্তা বলয় ভেদ করেন জর্জ হটজ। বিশ্বকে রীতিমত চমকে দিয়েছিলেন তিনি। আইফোন হ্যাক করা মুখের কথা নয়। ইলন মাস্ক সেই হটজকে দায়িত্ব দিয়েছেন টুইটারের সার্চ অপশন ঠিক করার। এই কাজের জন্য সময় বেঁধে দিয়েছেন মাস্ক, ১২ সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে বলা হয় হটজকে। যা গত কয়েক বছরে টুইটারের ইঞ্জিনিয়াররা ঠিক করতে পারেননি।

 

বিখ্যাত এই হ্যাকার টুইটারে নিয়োগ পেয়েছেন ঠিকই কিন্তু একজন শিক্ষানবিশ হিসাবে। এক টুইট বার্তায় হটজ বলেন, ১২ সপ্তাহের জন্য সান-ফ্রান্সিসকোয় থাকা-খাওয়ার বিনিময়ে শিক্ষানবিশ হিসেবে আমাকে চাকরি দেওয়া হয়েছে।

 

https://twitter.com/realGeorgeHotz/status/1594906882027552773?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594906882027552773%7Ctwgr%5Ed1b767776b2ecbd141906df3022d45102390f7f8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.khaboronline.com%2Fnews%2Finternational%2Felon-musk-hires-george-hotz-who-hacked-iphones-as-a-teen-to-fix-twitter-search%2F

 

২৬ নভেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

 যে ধরনের প্রপার্টিতে মর্গেজ পাওয়া কঠিন

অনলাইন ডেস্ক

ইউনিস ঝড়ে ভেঙে পড়লো নিউটনের আপেল গাছ

ইউক্রেনের মাটিতে কাজ করছে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী

নিউজ ডেস্ক