9.5 C
London
January 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বিয়ে করবেন বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী গ্রীষ্মে তার বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন। ৩০ জুলাই ২০২২ তারিখে দাওয়াত দিয়ে পরিবার ও বন্ধুমহলকে কার্ড পাঠিয়েছেন এই যুগল। তবে অনুষ্ঠান কোথায় হবে তা এখনো জানা যায়নি।

 

রোববারে (২৩মে) সংবাদ মাধ্যম ‘দ্য সান’ এই খবর জানায়।

 

বরিস জনসন এবং ক্যারি সিমন্ডস ২০১৯ সালের শেষের দিক থেকে একসাথে আছেন। বহু দম্পতির মতো তারাও করোনা ভাইরাস মহামারির কারণে বিবাহ পরিকল্পনা আটকে রেখেছেন।

 

২০১৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে বরিস এবং ক্যারি ডাউনিং স্ট্রিটে বসবাস করছেন। ৫৬ বছর বয়সী বরিস জনসন এবং ৩৩ বছর বয়সী ক্যারি সিমন্ডস ডাউনিং স্ট্রিটে বসবাসকারী প্রথম অবিবাহিত যুগল।

 

এর আগে বরিস জনসন ম্যারিনা উইলারকে বিয়ে করেছিলেন। তাদের চার সন্তান রয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

 

ম্যারিনা উইলারের আগে আরো একটি বিয়ে করেছিলেন জনসন। ক্যারি সিমন্ডস হতে যাচ্ছেন তার তৃতীয় স্ত্রী। বরিস-ক্যারি জুটির একটি ছেলে সন্তান রয়েছে। তার নাম উইলফ্রেড লরি নিকোলাস।

 

সূত্র: দ্যা গার্ডিয়ান
২৫ মে ২০২১
এসএফ

আরো পড়ুন

বিশ্বের সেরা বিমান বন্দরের স্বীকৃতি পেল ইস্তাম্বুল এয়ারপোর্ট

যুক্তরাজ্যে নির্বাচনঃ অবৈধ অভিবাসী প্রশ্নে বাংলাদেশি প্রসঙ্গ, ব্যাখ্যা দিতে বাধ্য হলো লেবার পার্টি

দক্ষিণ ইংল্যান্ডে ৩৫ ডিগ্রি তাপমাত্রার আশঙ্কা, হাসপাতাল ও পরিবহন সেবায় প্রভাবের সতর্কতা