TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশভিডিওশীর্ষ খবর

বেনেকো ফাইন্যান্সের ৮ বছরপূর্তি

ব্রিটিশ বাংলাদেশি কম্যুনিটির একটি জনপ্রিয় নাম বেনেকো ফাইনান্সিয়াল সার্ভিসেস। বাংলাদেশি বংশের মোস্তাফিজুর রহমানের হাত ধরে এই পথ চলা শুরু। ১৩ ফেব্রুয়ারি ২০২২ বেনেকো প্রতিষ্ঠার ৮ বছরপূর্তি।

এ উপলক্ষে বেনেকোর একনিষ্ঠ প্রচারক টিভিথ্রি বাংলার দর্শকদের জন্য উপহার নিয়ে এসেছেন মোস্তাফিজুর রহমান।

কুইজে অংশগ্রহণের নিয়ম ও পুরস্কার সম্পর্কে জেনে নিন ভিডিওতে…

 

এ উপলক্ষে টিভিথ্রি বাংলার দর্শকদের নিজ অফিস ঘুরিয়ে দেখালেন বিলেতে বাংলাদেশি কম্যুনিটির জনপ্রিয় মর্গেজ অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান। সাথে ছিলেন টিভিথ্রির নিয়মিত উপস্থাপক নাশিত রহমান।

 

 

১৫ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাকে টিকা রপ্তানি বন্ধের হুমকি!

সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডস নিহত

‘ক্রসফায়ার’ নামক বন্দুকযুদ্ধহীন ১০০ দিন পার করলো বাংলাদেশ