10.3 C
London
November 17, 2024
TV3 BANGLA
Uncategorized

বৈরুতে বিস্ফোরণ: নিহত বাংলাদেশি ৪, পরিচয় জানাল দূতাবাস

লেবাননের রাজধানী বৈরুতের বোমা বিস্ফোরণে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত অন্তত চারজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই হামলায় ৯৯ জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রবাসী কর্মী ৭৮ জন এবং অন্য ২১ জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য পাওয়া গেছে। লেবাননে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুনের বরাত দিয়ে দেশীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এখন পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত হতে পেরেছে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান, রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল ও মাদারীপুরের মিজান। নিহতরা দেশটিতে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতালে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে দূতাবাস। আহতদের আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

বৈরুত বিস্ফোরণ: ৩ বাংলাদেশি নিহত, আহত ৬০

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭৮, আহত ৪০০০

৫ আগস্ট ২০২০

আরো পড়ুন

কেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন? Why doctors and nurses get infected by COVID-19?

করোনা ভাইরাসে বিপন্ন বাংলাদেশ

Property Mortgage with BENECO Finance ll Who Benefits From The Stamp Duty Holiday?