নারীদের বোরকা পরিধান নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে শ্রীলংকার সরকার। সেইসঙ্গে এক হাজারেরও বেশি ইসলামিক শিক্ষাকেন্দ্র বন্ধ করতে যাচ্ছে দেশটি।
শনিবার (১৩ মার্চ) শ্রীলংকার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকেরার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সময়ে অতীতে মুসলিম নারীরা কখনো বোরকা পরতো না। এটি ধর্মীয় চরমপন্থার লক্ষণ, যা সাম্প্রতিক কালে এসেছে। আমরা অবশ্যই এটা নিষিদ্ধ করতে যাচ্ছি।
জাতীয় নিরাপত্তাজনিত কারণে মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন বলেও জানান শ্রীলংকার জননিরাপত্তাবিষয়ক এ মন্ত্রী।
মন্ত্রী ভিরাসেকারা আরও বলেন, সরকার এক হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এসব মাদ্রাসা শ্রীলংকার জাতীয় শিক্ষানীতি অনুসরণ করছে না বলে অভিযোগ করেন তিনি।
২০১৯ সালে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক পরা সাময়িক নিষিদ্ধ করেছিল শ্রীলংকা। এছাড়া করোনায় মৃত্যুবরণকারী মুসলিমদের মৃতদেহ পুড়িয়ে ফেলতে বা দাহ করতে বাধ্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল সেদেশের সরকার।
সরকারের এমন আচরণের তীব্র সমালোচনা করে এটিকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে আসছেন দেশটির মুসলিমরা।
Hope the #burqaban doesn't lead to the unnecessary harassment of Muslim women who choose to cover their head. Hope govt makes it very clear and educates the racists what exactly they are banning. Banning is one thing, educating the public another. #SriLanka #lkabansburqa
— Jamila Husain (@Jamz5251) March 13, 2021
১৩ মার্চ ২০২১
নিউজ ডেস্ক