4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্যর্থ আশ্রয় প্রার্থীদের যুক্তরাজ্য হতে বিতাড়িত করতে নতুন চিফের সন্ধানে হোম অফিস

হোম অফিস যুক্তরাজ্য হতে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে চায়। অবৈধ অভিবাসীদের নির্বাসনে গতি বাড়ানোর জন্য একজন নতুন প্রধান নিয়োগ করতে আগ্রহী হোম অফিস।

নতুন প্রধান নিয়োগ দিলে তার বার্ষিক বেতন কমপক্ষে ৭৬,০০০ পাউন্ড হতে ৮৬,০০০ পাউন্ড প্রদান করা হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। যুক্তরাজ্যের নতুন লেবার সরকার “ছোট নৌকা” যোগে দেশে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের মোকাবেলায় দ্রুত কার্যকর কৌশল হিসাবে এই ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।

নতুন প্রধান কাজে যোগ দিলে তার মূল কাজ হবে ভিসা সময়সীমা ছাড়িয়ে যাওয়া লোকেদের সংখ্যা দ্রুত কমিয়ে আনা।

স্বরাষ্ট্রসচিব ইয়ভেট কুপার জানান কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা নির্বাসন স্কিমের ব্যর্থতা বর্তমান সরকারের উপর চাপের সৃষ্টি করেছে। একটি নতুন সীমান্ত সুরক্ষা ব্যবস্থা, সন্ত্রাসবিরোধী শক্তির বিরুদ্ধে শক্তি প্রদর্শন এবং গ্যাং বা পাচারকারী লোকদের ঘাঁটি ছিন্ন করে আশ্রয় কেইস ব্যাকলগ সাফ করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য যে, অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরি গ্রুপের তথ্যানুসারে, ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সকল অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদের প্রায় একশত ভাগ “ছোট নৌকা” যোগে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। তাছাড়া যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাজ্য ত্যাগ করতে ইচ্ছুক তাদের সহায়তা করতে ইচ্ছে প্রকাশ করেছে বিভিন্ন “স্বেচ্ছাসেবী” সংগঠন। সরকার এই সকল স্বেচ্ছাসেবী সংগঠনদের সাথে কাজ করার ক্ষেত্র তৈরি করতেও প্রস্তুত বলে জানা যায়।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
০৭ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

লয়েডস ও হ্যালিফ্যাক্সের অনলাইন সেবা পেতে সমস্যায় গ্রাহকরা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে শোষণের শিকার অভিবাসী কর্মীরা

লন্ডনের সবচেয়ে ছোট্ট বাড়ির দাম মিলিয়ন ইউরো!