8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হারের রেট ৪.৭৫%-এ স্থির রাখার সিদ্ধান্ত

ব্যাংক অব ইংল্যান্ড (BoE) ৪.৭৫% বেস রেট স্থির রাখার জন্য ভোট আয়োজন করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। ১৮ই ডিসেম্বরের বৈঠকে মনিটরিং পলিসি কমিটি (MPC) ৬-৩ ভোটে বেস রেট ৪.৭৫% -এ স্থির রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মনিটরিং পলিসি কমিটি নভেম্বর মাসে বেস রেট ৪.৭৫%-এ নামানোর সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করল। কেন্দ্রীয় ব্যাংক ২০২৩ সালের জুনে ৫.০০% এর উপরে সুদের হার বৃদ্ধির পর এই সীমার নিচে নামানোর সিদ্ধান্ত নিল।

এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি সমর্থন করা, বিশেষত এমন সময়ে যখন মুদ্রাস্ফীতি কমে গিয়েছিল। সম্প্রতি মুদ্রাস্ফীতির হার ব্যাংক অব ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ২%-এর নিচে এসে ১.৭%-এ দাঁড়িয়েছে, যা ২০২২ সালের অক্টোবরের সর্বোচ্চ ১১.১% এরচেয়ে উল্লেখযোগ্যভাবে কম।

স্যার ড. আনাম উল ইসলাম, সিইও, সিটি ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ইউকে বলেন, “ ব্যাংক অব ইংল্যান্ডের বেস রেট ৪.৭৫%-এ স্থির রাখার সিদ্ধান্ত কোনো বিস্ময়ের বিষয় নয়, বিশেষত মনিটরিং পলিসি কমিটি যে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করছে তা এক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়েছে।

অক্টোবরের বাজেট স্বল্পমেয়াদে অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করলেও এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যা পূর্বে প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ধরে মুদ্রাস্ফীতি বাড়িয়ে রাখতে পারে।”

খবরে জানা যায়, কয়েক সপ্তাহ আগে গভর্নর অ্যান্ড্রু বেইলি অর্থনৈতিক জটিলতা ও বেইস রেইটের দিকে ইঙ্গিত করে বলেছিলেন: ‘জাতীয় বিমা পরিবর্তনের প্রতিক্রিয়া, কোম্পানিগুলো কীভাবে মূল্য, মজুরি, কর্মসংস্থান স্তর এবং মার্জিনের ভারসাম্য বজায় রাখে, তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’

গভর্নর অ্যান্ড্রু বেইলির মন্তব্য এই অনিশ্চয়তা প্রতিফলিত করে যেখানে রাজস্ব নীতি এবং ব্যবসায়িক প্রতিক্রিয়ার আন্তঃসম্পর্ক ব্যাংকের ভবিষ্যৎ সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ।

অরগাইজেসশন ফর কো-পারেশন এন্ড ডেভেলপমেন্ট এবং কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি উভয় প্রতিষ্ঠান সতর্ক করেছে মুদ্রাস্ফীতি অন্তত ২০২৬ পর্যন্ত ব্যাংকের ২% লক্ষ্যমাত্রার উপরে থাকবে। তারা ২০২৫ সালে ২.৭% এবং পরবর্তী বছরে সামান্য কমে ২.৫% থাকার পূর্বাভাস দিয়েছে।

সরকারি ব্যয় এবং ঋণ বৃদ্ধি, পাশাপাশি ভোক্তা চাহিদার বৃদ্ধি, বিশেষত আতিথেয়তা ও খুচরা খাতের মতো ক্ষেত্রগুলোতে মুদ্রাস্ফীতির চাপ বাড়ানোকেই মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। যার কারণে আজকের ঘোষণায় বেস রেট স্থির রাখার সিদ্ধান্ত এই সতর্ক মনোভাবই প্রতিফলিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালে জিডিপি প্রবৃদ্ধি ১.৭%-এ পৌঁছানোর পূর্বাভাস থাকলেও ২০২৬ সালে তা আবার ১.৩%-এ নেমে আসতে পারে। সুদের হারের বেস রেট ধীরে ধীরে কমানো হতে পারে, যা ২০২৬ সালের শুরুর দিকে ৩.৫%-এ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

নভেম্বরের অর্থনৈতিক পূর্বাভাস সম্পর্কে প্রশ্ন করা হলে, বেইলি নিশ্চিত করেছেন: ‘আমরা সবসময় আমাদের প্রকাশিত পূর্বাভাস বাজারের হার অনুযায়ী শর্তারোপ বা নির্ধারণ করি।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৯ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

প্রধানমন্ত্রী হবার জরিপে অনেক পিছিয়ে পড়েছেন ঋষি সুনাক

নিউজ ডেস্ক

অভিবাসন নিয়ে কনজারভেটিভ সরকারের উপর দলীয় সাংসদদের চাপ

রূপপুর প্রকল্পে আত্মসাতের অর্থে লন্ডনে বাড়ি কিনেছেন টিউলিপ, দুদকের বরাতে টেলিগ্রাফের প্রতিবেদন