12.2 C
London
April 26, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভারতে ৩০% ট্যাক্সের মাধ্যমে বৈধ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি

ভারত ক্রিপ্টো কারেন্সিকে বৈধ করে ডিজিটাল সম্পদ বিক্রির উপর ৩০% ট্যাক্স উন্মোচন করে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার সংসদে এক ভাষণে দেশের বাজেট পেশ করেন।

 

তিনি ভার্চুয়াল ভারত ক্রিপ্টো সম্পদ স্থানান্তর থেকে যে কোনো আয়ের উপর ৩০% ট্যাক্স ঘোষণা করেছেন, যা দেশটির জন্য প্রথম এবং অভিনব একটি উদ্যোগ।

 

তিনি আরও বলেন, ‘ডিজিটাল রুপি সম্ভবত ২০২২-২৩ সালে জারি করা হবে, যা প্রথমবার ভারত সরকার একটি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (CBDC) চালু করার সময়সীমা দিয়েছে।’

 

ভার্চুয়াল ডিজিটাল সম্পদে লেনদেনের ক্ষেত্রে একটি অসাধারণ বৃদ্ধি ঘটেছে। এই লেনদেনের মাত্রা এবং ফ্রিকোয়েন্সি একটি নির্দিষ্ট কর ব্যবস্থার জন্য প্রদান করা অপরিহার্য করে তুলেছে, সীতারমন সমালোচনামূলক ভারতীয় বাজেট বক্তৃতায় বলেছিলেন, যা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল।

 

CBDC গ্রহণের বিষয়ে কথা বলতে গিয়ে, সীতারামন বলেন, ‘একটি ডিজিটাল মুদ্রা ব্লকচেইন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ইস্যু করা হবে, ২০২২-২৩ থেকে RBI দ্বারা জারি করা হবে। এটি অর্থনীতিতে একটি বড় উৎসাহ দেবে।’

 

প্রবিধান ছাড়াই কর দেওয়ার বিষয়ে পরে জিজ্ঞাসা করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা একটি কাগজ প্রচার করেছি, ইনপুট আসছে, পাবলিক স্টেকহোল্ডাররা আসছে তাই প্রবিধান সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। যারা মুনাফা অর্জন করছেন তাদের উপর কর আরোপ করে প্রবিধান কার্যকর না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি না।’

 

উল্লেখ্য, বাজেট বক্তৃতায় ক্রিপ্টো বা ক্রিপ্টোকারেন্সি শব্দগুলো ব্যবহার করা হয়নি। যাইহোক, অর্থমন্ত্রী ‘ভার্চুয়াল ডিজিটাল সম্পদ’ শব্দটি ব্যবহার করেছেন যা শিল্প ক্রিপ্টোকারেন্সি এবং নন-ফাঞ্জিবল টোকেন (NFTs) এর জন্য একটি শব্দ হিসাবে ব্যাখ্যা করে। নামকরণ এবং গৃহীত পদক্ষেপগুলি ক্রিপ্টো-এর সুস্পষ্ট বৈধকরণ নয়, তবে শিল্প এটিকে বৈধতার দিকে পদক্ষেপ হিসাবে দেখে।

 

৪ ফেব্রুয়ারি ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশদের ওপর কাজ করছে না হৃদরোগের ওষুধ

যুক্তরাজ্যের বাজেটে বৈদেশিক সাহায্য কমায় মৃত্যুর ঝুঁকিতে হাজারো মানুষ

নিউজ ডেস্ক

শরনার্থীদের জন্য রুয়ান্ডায় ওয়ান-ওয়ে টিকেট: বরিস জনসন