9.8 C
London
January 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ অর্থনীতি ও নিরাপত্তা সংকটের দায়ে স্টারমারকে বিদায়ের আহ্বান নিউজ প্রেজেন্টারের

জিবি নিউজের প্রেজেন্টার নানা আকুয়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কর্মকাণ্ডকে কেন্দ্র করে রোববার তীব্র সমালোচনা করেছেন। তিনি দেশের ব্যবসা ও অর্থনীতির বর্তমান সংকটকে সামনে রেখে প্রশ্ন তুলেছেন, “আমরা আর কতটা সহ্য করতে পারব?”

আকুয়া উল্লেখ করেছেন, হসপিটালিটি খাতে ক্রমবর্ধমান খরচ এবং প্রাইভেট স্কুল, হেয়ার স্যালন, ফার্মেসি সহ অন্যান্য ব্যবসার বন্ধ হওয়া সাধারণ জনগণের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও যোগ করেছেন, কৃষকরা জমি বিক্রি বা চাষ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন উচ্চ উত্তরাধিকার করের কারণে, যা দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে।

তিনি লেবার দলের অভিবাসন নীতি এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে করণীয় ভুলে যাওয়ার বিষয়ে অভিযোগ তুলেছেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত শুল্ক ঘোষণা প্রসঙ্গে আকুয়া দাবি করেছেন, স্টারমার হয়তো এই পরিস্থিতিকে “মনোযোগ সরানোর সুযোগ” হিসেবে দেখছেন, যা তার সরকারের ব্যর্থতা ঢাকতে সাহায্য করছে।

প্রেজেন্টার আরও বলেন, বর্তমান সরকারের ভিত্তি মেরামতের পরিবর্তে তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি স্টারমারের সিদ্ধান্তকে সমালোচনা করেছেন, ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের কাছাকাছি থাকার জন্য, যার কারণে যুক্তরাজ্য প্রতিটি দেশের সঙ্গে সমন্বিত বাণিজ্যিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারছে না।

আকুয়া কিয়ার স্টারমারের কূটনৈতিক দুর্বলতাও তুলে ধরেছেন। ন্যাটোর জন্য গ্রিনল্যান্ডে অনুসন্ধানী সেনা পাঠানোর ক্ষেত্রে স্টারমারের “অপব্যবহার” এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় তার দলীয় নেতাদের অসংযত আচরণকে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, স্টারমার আন্তর্জাতিক পর্যায়ে “শক্তিহীন ও অকার্যকর” প্রমাণিত হয়েছেন।

প্রেজেন্টার ব্রিটেনের স্বনির্ভরতা ও শিল্পায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও অর্থনীতি শক্তিশালী করতে ইসরায়েলর নীতির অনুসরণ করা উচিত। সমাপ্তিতে তিনি বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প কিয়ার স্টারমারকে গুরুত্ব সহকারে নেবেন না। কেউই নেবে না। কিয়ার স্টারমারকে যেতেই হবে।”

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে হোম অফিসের নীতি স্থগিতঃ হাইকোর্টে শরণার্থী উচ্ছেদে সরকারের পরাজয়

ভিসা ও কাগজপত্র জটিলতায় যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশিদের

ভারতীয়দের যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় আসার প্রবনতা কমছে