TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটিশ অর্থনৈতিক গতিপথ শীঘ্রই পোল্যান্ড হতে পিছিয়ে পড়বে

শ্রমিক নেতা স্যার কিয়ার স্টারমার বিশ্বব্যাংকের তথ্য ব্যবহার করে সতর্ক করেন, আগামী কয়েক দশকে ব্রিটেনের অর্থনীতি তার পূর্ব ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের চেয়েও পিছিয়ে যাবে।
সতর্কবাতাটি কিছু পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যুক্তরাজ্যের মাথাপিছু জিডিপি ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বার্ষিক গড়ে ০.৫%  হারে বৃদ্ধি পাচ্ছে।
তথ্য দেখায় যে ২০২১ সালে মাথাপিছু জিডিপি ব্রিটেনে  $৪৪,৯৭৯ এবং পোল্যান্ডে $৩৪,৯১৫ ছিল।
পরিসংখ্যান মতে পোল্যান্ড যদি  তার ৩.৬%গড় বার্ষিক বৃদ্ধি বজায় রাখে তাহলে ২০৩০ সালের মধ্যে ব্রিটেনকে ছাড়িয়ে যাবে। রোমানিয়া এবং হাঙ্গেরি ২০৪০ সালের মধ্যে ব্রিটেনকে ছাড়িয়ে যাবে।
স্যার কিয়ার স্টারমার বলেন,ব্রিটিশ জনগণ পিছিয়ে পড়ছে যখন আমাদের ইউরোপীয় প্রতিবেশীরা আরও ধনী হচ্ছে।
শীঘ্রই পোল্যান্ড অর্থনৈতিক উন্নতিতে বৃটেনকে ছাড়িয়ে যেতে দেখব, আমি এমন কিছু দেখতে কখনও স্বাচ্ছন্দ্য বোধ করি না।
এম.কে
২৭ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

অস্বাভাবিকভাবে বাড়ছে যুক্তরাজ্যের বাড়িভাড়া

যুক্তরাজ্যে কেয়ার হোমে কর্মী সংকট, — সাউথপোর্ট কেয়ার হোমে ধ্বংসাত্মক চিত্র

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ্যে ব্রিটেনের ল’ফার্মগুলোতে ছাড়ের প্রতিযোগিতা!

অনলাইন ডেস্ক