TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার-ইউটিউব হ্যাকিংয়ের কবলে

ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাক করার পর এ সব সামাজিক মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি এবং নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) সম্পর্কিত পোস্ট দেওয়া হয়।

স্থানীয় সময় রোববার ( ০৩ জুলাই) এ ঘটনা ঘটে। অবশ্য হ্যাক করার কিছুক্ষণ পরই  টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে সক্ষম হয় যুক্তরাজ্যের সেনাবাহিনী।

 

একটি টুইট বার্তায় ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সাময়িক সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা পূর্ণাঙ্গ তদন্ত করে এই ঘটনা থেকে শিক্ষা নেব।

 

হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

 

ব্রিটিশ সেনাবাহিনীর টুইটারে ৩ লাখ ৬২ হাজার ফলোয়ার রয়েছে। আর ইউটিউব চ্যানেলে এক লাখ ৭৭ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।

 

৪ জুলাই ২০২২
সূত্র: রয়টার্স

আরো পড়ুন

বাবার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেলেন না প্রিন্স হ্যারি

যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

নিউজ ডেস্ক

ব্রিটিশ রাজাকে চিঠি লিখেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ