1.4 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের রাস্তায় অন্ধ যাত্রীকে ফেলে যাওয়ায় ট্যাক্সি চালকের শাস্তি

যুক্তরাজ্যে রাস্তার পাশে গাইড কুকুরের সাথে অন্ধ যাত্রীকে ফেলে যাওয়ায় এক ট্যাক্সি চালকের লাইসেন্স বাতিল করা হয়েছে।

 

২০২০ সালের মার্চের ৭ তারিখ শামাল হুসেন মজিদ নামের এক ট্যাক্সি চালক মলিনাক্স স্টেডিয়ামে এক অন্ধ নারী যাত্রীকে তুলতে অস্বীকার করেন।

 

ঘটনা সেখানেই শেষ হয়নি। শামাল হুসেন মজিদ প্রথমে এই নারীকে নিয়ে যেতে অস্বীকার করে। তারপরে অন্ধ যাত্রীকে বলেন তার গাইড কুকুরটিকে গাড়ীর বুটে রাখার জন্য। অন্ধ যাত্রীকে ট্যাক্সি চালক আরো বলেন গাড়িটি পরিষ্কার করার জন্য তাকে অতিরিক্ত ১০ পাউন্ড দিতে হবে। তিনি প্রতিবাদ করলে ড্রাইভার তাকে সেখানে রেখে চলে যায়।

 

পরে আদালতে সেই ড্রাইভার দাবি করেন, তার কুকুরের প্রতি অ্যালার্জি আছে তাই তিনি এমন করেছেন। তবে এই বিষয়ে তিনি কোনো সার্টিফিকেট বা প্রমান দেখাতে পারেননি।

 

২০১০ সালের সাম্যতা আইনের আওতায় অন্ধ যাত্রী বহনে অস্বীকৃতি করায় চালকের লাইসেন্স বাতিল করেছে ওলভারহ্যাম্পটন কাউন্সিল কর্তৃপক্ষ।

 

বিচারক জজ হুইলার ড্রাইভারের আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারক বলেন, আমি আপনার কথা একেবারেই মানি না। আপনি গত বছরের এপ্রিলে পর্যালোচনা শুনানিতে অংশ নেওয়ার সময় এই কৈফিয়ত তৈরি করেছেন।

 

ট্যাক্সি চালক মজিদকে ৩০০ পাউন্ড প্রদানের আদেশ দেওয়া হয়েছে।

 

 

সূত্র: মিরর
৩০ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যের এসেক্সে কুকুরের কামড়ে প্রাণ গেলো একজন মহিলার

Legal advice by M Salim | 25 January

অনলাইন ডেস্ক

কাঁচা মাংস ছুঁড়ে হয়রানি: তামাশা নাকি ষড়যন্ত্র?

অনলাইন ডেস্ক