13.5 C
London
May 17, 2024
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ কাউন্সিলর প্রার্থীর জয়

ব্রিটেনের লন্ডনের পাশ্ববর্তী শহর লুটন বারা কাউন্সিলের নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ৬ জন লেবার পার্টির ও ১ জন কনজারভেটিভ পার্টির। ব্রিটেনের স্থানীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার লুটন বারা কাউন্সিলে নির্বাচন হয়। প্রথমবারের মত লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে রেকর্ড সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী জয়ী হয়েছেন।

লেবার পার্টির জয়ী প্রার্থীরা হলেন বিচ হিল ওয়ার্ডে রুমি চৌধুরী, সেইন্ট ওয়ার্ডে শাহানারা নাসের ও সায়মা হোসাইন, হাই টাউন ওয়ার্ডে উম্মে আলী, সেন্ট্রল ওয়ার্ডে ফাতিমা বেগম, লুসি ওয়ার্ডে ইয়ারুন বেগম। কনজারভেটিভ পার্টি থেকে ব্রামিংহাম ওয়ার্ডে আজিজ আম্বিয়া জয়ী হয়েছেন।

লুটনে প্রায় ৫০ হাজার বাংলাদেশির বসবাস। এবারের লুটন বারা কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ২১ জন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে লেবার পার্টির ১১ জন, কনজারভেটিভ পার্টির ৩ জন, লিব ডেমের ২ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ জন অংশগ্রহণ করেন।

নির্বাচনী ফলাফলে এবারও লেবার পার্টির নিয়ন্ত্রণে থাকছে লুটন বারা কাউন্সিল।

আরো পড়ুন

সাধারণ পোশাকের কারণে বিড়ম্বনায় সুনাকের শ্বাশুড়ি

যুক্তরাজ্যে অভিবাসীদের মৃত্যুর দায়ে এক ব্যক্তির ৯ বছরের কারাদণ্ড

টি-২০ তে ইংল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের জয়