0.9 C
London
January 2, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রেক্সিট ফ্রিডম বিল: হারানো সম্মান ফিরে পেতে মরিয়া প্রধানমন্ত্রী

ব্রেক্সিটের পর ইইউ আইনগুলিকে সংশোধন করার একটি পরিকল্পনা যুক্তরাজ্যে বিনিয়োগ করতে ব্যবসাগুলোকে উৎসাহিত করবে, এমনটি অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

প্রধানমন্ত্রী বলেন, একটি ‘ব্রেক্সিট ফ্রিডম বিল’ নামের এই সংশোধনী ইইউ-যুগের হাজার হাজার পুরনো নিয়ম পরিবর্তন করা সহজ করবে যা এখনো টিকে আছে।

 

তিনি বলেন, যে এটি যুক্তরাজ্যকে ‘ভবিষ্যতের অত্যাধুনিক প্রযুক্তির’ উপযোগী নিয়ম সেট করতে সাহায্য করবে।

 

কিন্তু এই পরিকল্পনার ইস্যুতে সমালোচিত হয়েছে জনসন প্রশাসন।

কারণ, ব্রেক্সিটের পর থেকে অভিবাসন, কৃষকদের অর্থ প্রদান এবং ফসলের জিন-সম্পাদনার নিয়মসহ কিছু ক্ষেত্রে ইইউ আইন থেকে দূরে সরে গেছে যুক্তরাজ্য।

 

তবে প্রধানমন্ত্রী সাম্প্রতিক মাসগুলিতে তার দলের আরও এগিয়ে যাওয়ার জন্য এমপিদের কাছ থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন।

 

প্রাক্তন ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট গত বছর পদত্যাগ করেছিলেন। ব্রেক্সিট উপস্থাপিত সুযোগগুলি সরবরাহ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে তার চিঠিতে যোগ করেছেন, ‘ভ্রমণের বর্তমান দিক সম্পর্কে আমার উদ্বেগ আপনি জানেন।’

 

সোমবারের (৩১ জানুয়ারি) বক্তৃতায় জনসন বলেন, এটি যুক্তরাজ্যকে ’শক্তিশালী’ – সাইবার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জিন সম্পাদনার মতো ক্ষেত্রগুলিকে উদ্বুদ্ধ করে আরও ভাল নিয়মকানুন তৈরি করার অনুমতি দেবে।

 

‘এমন কিছু আছে যা আমরা ভিন্নভাবে করতে পারি যা ব্যবসাকে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত করবে’ তিনি সাংবাদিকদের বলেন।

 

৩১ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

লিভারপুলে লাইট সুইচ-অন উৎসবে কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আর্কটিক থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে নামছে কনকনে শীত

ইউরোপে গৃহহীনদের সংখ্যা বাড়ছে