9.2 C
London
January 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্ল্যাকওয়াল টানেল টোল: সতর্ক করলেন যুক্তরাজ্যের সাংসদ

ব্ল্যাকওয়াল টানেল দিয়ে সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করতে দিনে ‘৪০ পাউন্ড পর্যন্ত’ টোল দিতে হতে পারে বলে সতর্কতা জারি করেছেন একজন এমপি।

টানেল টোল, ইউলেজ চার্জ এবং যানজট করের সম্মিলিত প্রভাব ও উদ্বেগ নিয়ে কয়েক হাজার মানুষ একটি পিটিশনে সই করেছেন।

লন্ডনের একজন এমপি সতর্ক করেছেন যে আসন্ন ব্ল্যাকওয়াল টানেল টোলের কারণে কিছু চালককে কাজে যেতে প্রতিদিন “৩৫ থেকে ৪০ পাউন্ড পর্যন্ত” দিতে হতে পারে।

গত সপ্তাহে ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) ঘোষণা করেছে যে, ব্ল্যাকওয়াল টানেলে প্রথমবারের মতো ১৩০ বছরের ইতিহাসে টোল চালু করা হবে। এটি শুরু হবে ৭ এপ্রিল সোমবার থেকে, একই দিনে কাছাকাছি সিলভারটাউন টানেলও চালু হবে।

দুই টানেলের টোল একই হবে। ছোট গাড়ি এবং ভ্যান চালকদের অফ-পিকে £১.৫০ পাউন্ড এবং পিকের সময়ে প্রতি যাত্রায় £৪ পাউন্ড দিতে হবে। আর বড় ভ্যান চালকদের পিক বা ব্যস্ত সময়ে £৬.৫০ পাউন্ড দিতে হবে।

টোরি এমপি লুই ফ্রেঞ্চ বলেছেন, কিছু চালককে টানেল টোল, £১২.৫০ পাউন্ড ইউলেজ চার্জ এবং £১৫ পাউন্ড যানজট কর দিতে হবে যদি তারা ইউলেজ-অননুমোদিত গাড়ি নিয়ে সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করেন।

টোরি এমপি লন্ডনের মেয়র সাদিক খানের প্রতি ব্ল্যাকওয়াল টানেলের টোল বাতিলের আহ্বান জানিয়ে একটি পিটিশন চালু করেছেন। এই অনলাইন পিটিশনে ইতোমধ্যে ৬,৫০০-এর বেশি মানুষ সই করেছেন বলে জানা যায়।

লুই ফ্রেঞ্চ বলেছেন, ব্ল্যাকওয়াল টানেল টোল প্রতিদিন লন্ডনের পূর্ব এবং দক্ষিণ-পূর্বে ১,০০,০০০ এরও বেশি চালকের ওপর প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করেছেন যে, ব্ল্যাকওয়াল বা সিলভারটাউন টানেলের টোল এড়াতে চালকরা রদারহাইথ টানেলের মাধ্যমে বা এম২৫ মোটরওয়ের ডার্টফোর্ড ক্রসিং দিয়ে ভ্রমণ করতে পারেন, যা একটি “ চরম যানজট” তৈরি করতে পারে।

ফ্রেঞ্চ আরও বলেন, “ইউলেজ জোনের সম্প্রসারণ এবং যানজট করের বাড়তি চার্জের পাশাপাশি এই নতুন টোলের ফলে চালকদের শুধু কাজে যেতে প্রতিদিন প্রায় £৩৫ থেকে £৪০ খরচ হতে পারে। এর সঙ্গে জ্বালানির খরচ বা লন্ডনে পার্কিং চার্জের বিষয়টি যোগ করলে এটি আরও ব্যয়বহুল হয়ে দাঁড়াবে।

এটি রাজধানীর পরিশ্রমী চালকদের ওপর চরম অন্যায় – বিশেষ করে ছোট ব্যবসার মালিক বা যারা নদীর দুই পাশে বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করতে চান তাদের জন্যও পীড়াদায়ক।”

তথ্যমতে জানা যায়, ২০২৩ সালের আগস্টে ইউলেজ জোন গ্রেটার লন্ডন জুড়ে সম্প্রসারিত হয়। গ্রেটার লন্ডনে দেখা গেছে ৯৭ শতাংশ গাড়ি ইউলেজ-অনুমোদিত এবং £১২.৫০ চার্জের আওতাভুক্ত নয়।

TfL-এর ক্যামেরায় প্রতিদিন লন্ডনে প্রায় ৫৩,০০০ গাড়ি এবং ২৩,০০০ ভ্যান ইউলেজ চার্জের আওতায় আসে।

যানজট করের আওতায় প্রতিদিন প্রায় ৪০,০০০ যানবাহন রয়েছে।

ইউলেজ ২৪/৭ ভিত্তিতে চালু থাকে। যানজট করের সময়সূচি হলো সপ্তাহের কর্মদিবসে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা এবং সপ্তাহান্তে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

টানেলের টোল ছাড়ের জন্য TfL-এর অটো-পে সিস্টেমে নিবন্ধন করতে হবে, না হলে পুরো দিনে পিক রেট চার্জ করা হবে। TfL জানিয়েছে যে, ১৫ লাখ চালক ইতোমধ্যে অটো-পেতে নিবন্ধিত হয়েছেন।

TfL দাবি করেছে, “ উভয় টানেলে টোল ছাড় দেয়া হলে, ট্রাফিক এবং যানজট বৃদ্ধি পাবে। যা বায়ুর মানকে ক্ষতিগ্রস্ত করবে এবং যাত্রার সময় দীর্ঘায়িত করবে যানজটের কারণে।”

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
১৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

লন্ডন-ইউক্রেনে ‘আত্মহত্যার বাঁশিওয়ালা’ রহস্যময় এক ব্যবসায়ী

যুক্তরাজ্যে ভিজিটর ভিসায় আসছে কাজের অনুমতি

নিউজ ডেস্ক

অভিবাসন সিদ্ধান্ত নিতে এআই সরঞ্জাম যুক্ত হওয়া নিয়ে নতুন বিতর্ক