4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে মার্কিন সফরে রাহুল গান্ধী

ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উন্নয়নে তিনদিনের যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেশটির লোকসভা নির্বাচনের পর ৮ থেকে ১০ সেপ্টেম্বরের সফরটি রাহুলের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার জোরালো বার্তাও দিয়েছেন তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাহুল লিখেছেন, এই সফরে যেন দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয়, তার জন্য আমি মুখিয়ে রয়েছি। আলোচনা ও কথোপকথনের মাধ্যমে দুই দেশের বন্ধন দৃঢ় হবে বলেই আমি আশাবাদী।

এদিকে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদার মতে, আমেরিকায় থাকাকালীন রাহুল গান্ধী ডালাস এবং ওয়াশিংটন ডিসি সফর করবেন। তিনি ভারতীয় প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী ও একাডেমিক নেতাদের সঙ্গেও দেখা করবেন বলে ধারণা করা হচ্ছে।

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউইয়র্ক সফরের ঠিক আগে রাহুলের এই সফরটি এলো।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের মে মাসে আমেরিকা সফরে গিয়ে মোদি সরকারের সমালোচনা করে মন্তব্য করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাহুল। ওই সময় ক্যালিফোর্নিয়ায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, বিজেপি মানুষকে হুমকি দেয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোর অপব্যবহার করছে।

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

ট্রাম্প প্রশাসনে যে দায়িত্ব পেলেন ইলন মাস্ক

কমেডিয়ান, অভিনেতা রাসেল ব্রান্ডের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগ

ভারতে বিবিসির কার্যালয়ে ‘অভিযান’, কর্মীদের ফোন জব্দ

নিউজ ডেস্ক