TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভিন্ন নামে যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট কিনেছেন নেতানিয়াহুর পুত্র, কর ফাঁকির অভিযোগ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনের নেতানিয়াহু যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে ভিন্ন নামে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন বলে দাবি করেছে ইসরায়েলি অর্থনৈতিক সংবাদমাধ্যম ‘ক্যালকালিস্ট’।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে আভনের ‘আভি আভনের সেগাল’ ছদ্মনামে পাঁচ লাখ ইউরোর বেশি মূল্যের ওই অ্যাপার্টমেন্টটি কিনেছেন। তবে এ বিষয়ে ইসরায়েলি কর কর্তৃপক্ষকে তিনি কোনো তথ্য দেননি।

ইসরায়েলের কর আইনে বিদেশে স্থাবর সম্পত্তি থাকলে তা ঘোষণা করে নির্দিষ্ট হারে কর পরিশোধ করা বাধ্যতামূলক। কিন্তু ক্যালকালিস্ট-এর অভিযোগ, আভনের নেতানিয়াহু এই সম্পত্তির তথ্য গোপন করে সরকারের কাছে কম কর দিয়েছেন।

এ ঘটনায় এখনো আভনের বা প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

নেতানিয়াহু পরিবারের বিরুদ্ধে এর আগেও অনিয়ম, স্বচ্ছতার অভাব ও বিলাসী জীবনযাপন নিয়ে বিতর্ক উঠেছে। এসব ঘটনায় তারা একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচিত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের গোপন সম্পদ কেনা ও কর ফাঁকির অভিযোগ জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি রাজনৈতিক আস্থাও দুর্বল করতে পারে।

সূত্রঃ ক্যালকালিস্ট

এম.কে
০৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে সরবরাহ সংকটে ম্যাকডোনাল্ডস

যুক্তরাজ্য এয়ারলাইন্স কোম্পানির অব্যবস্থাপনায় গ্রাহকেরা বিব্রত

যুক্তরাজ্যে নারীকে দাসত্বে বাধ্য করার অপরাধে জাতিসংঘের বিচারক কারাগারে