12.8 C
London
October 30, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভুলক্রমে মুক্তি পাওয়া যৌন অপরাধী কেবাতু ফেরত পাঠানো হলো ইথিওপিয়ায়

ভুলক্রমে মুক্তি পাওয়া যৌন অপরাধী হাতুস কেবাতুকে অবশেষে দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ইথিওপিয়ার উদ্দেশ্যে একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয় এবং পরদিন সকালে তিনি নিজ দেশে অবতরণ করেন বলে স্বরাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে।

২৪ অক্টোবর নির্বাসনের সময় প্রশাসনিক ত্রুটির কারণে কেবাতুকে ভুলক্রমে মুক্ত করে দেয় পুলিশ। এই ঘটনায় দায়ী এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইথিওপীয় নাগরিক কেবাতু যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছিলেন। কিন্তু ১৪ বছর বয়সী এক কিশোরী ও এক নারীর সঙ্গে যৌন অপরাধের অভিযোগে গত মাসে তাকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তার সাজা ঘোষণার পর থেকেই এসেক্সের এপিং এলাকায় অবস্থিত একটি হোটেলে, যেখানে তাকে অস্থায়ীভাবে রাখা হয়েছিল, স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দাবি করেন, এমন অপরাধীর আশ্রয়কেন্দ্রে থাকা তাদের নিরাপত্তার জন্য হুমকি।

পুলিশের ভুলে মুক্তি পাওয়া ঘটনাটি যুক্তরাজ্যের অভিবাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার সমন্বয় ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে, যৌন অপরাধে দণ্ডিত ও নির্বাসনপ্রার্থী ব্যক্তিদের তত্ত্বাবধানে নিরাপত্তা প্রটোকল কতটা কার্যকর — তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের অভিবাসন দেশের জনসংখ্যা ৭২.৫ মিলিয়নে নিয়ে যেতে পারেঃ ওএনএস

ব্রিটেনে বাড়ি কেনায় সুখবরঃ দাম বাড়বে কম, তবে চ্যালেঞ্জ রয়ে গেল

নারী সম্মান শেখাতে ব্রিটিশ পুলিশের বিশেষ উদ্যোগ, আশ্রয়প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি