4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
আরো

ভূমধ্যসাগরে ৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরে একটি নৌকার ইঞ্জিন বিকল হয়ে অন্তত ৬০ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। বৃহস্পতিবার ১৪ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, মধ্য ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া নৌকাটি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন যে এক সপ্তাহ আগে তারা তাদের সঙ্গে লিবিয়া ছেড়ে যাত্রা শুরু করেছিলেন।

বৃহস্পতিবার ১৪ মার্চ এসওএস মেডিটিরিয়ানি জানিয়েছে, একদিন আগে ইতালিয়ান কোস্টগার্ডের সমন্বয়ে তারা ২৫ জনকে জীবিত উদ্ধার করেছেন। তাদের শরীর প্রচণ্ড দুর্বল ছিল বলেও জানান তারা। এ সময় দু’জনকে অজ্ঞান অবস্থায় উড়োজাহাজে করে সিসিলিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তারা মৃত্যুবরণ করেন।

এসওএস মেডিটেরিয়ানি এক্স বার্তায় জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা সাতদিন আগে লিবিয়া ছেড়েছিলেন। এর তিনদিন পর তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পানি ও খাবার ছাড়াই কয়েকদিন ভাসতে থাকেন তারা।

জীবিতরা জানিয়েছেন এ যাত্রায় অন্তত ৬০ জন মারা গেছেন যার মধ্যে মহিলা এবং একটি শিশু রয়েছে। তারা সবাই ক্ষুধা এবং তৃষ্ণায় মারা গেছেন। কেউ ডুবে মারা যাননি। অনেকে নিখোঁজ হয়েছেন বলেও জানান তারা। উদ্ধারকৃতরা সবাই পুরুষ। এদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক। তারা সবাই সেনেগাল, মালি এবং গাম্বিয়ার অধিবাসী। এদিকে ইতালীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ( আইওএম) বলেছে যে তারা এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। সামুদ্রিক টহল শক্তিশালী করতে এবং বিপর্যয় রোধ করতে জরুরী পদক্ষেপ প্রয়োজন বলেও এক্স বার্তায় জানায় সংস্থাটি।

এসওএস মেডিটেরিয়ানি জানায় ভূমধ্যসাগরের এই পথটি যেটি অভিবাসীরা অতিক্রম করার চেষ্টা করছিল, সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্র অভিবাসন রুটগুলির মধ্যে একটি।

আইওএম-এর মতে, গত বছর প্রায় ২ হাজার ৫শ অভিবাসী এই রুটে মারা গেছে বা নিখোঁজ হয়েছে, চলতি বছর এই সংখ্যা এখন পর্যন্ত ২শ ২৬ জন।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
১৫ মার্চ ২০২৪

আরো পড়ুন

কোকা-কোলার পরিবর্তে উৎপাদন হচ্ছে প্যালেস্টাইন কোলা

ব্রাজিলে ডেঙ্গু দমন করতে বিশেষ মশা

চরমপন্থীদের কাজ হাসিলে ব্রিটিশ শিশুরা!

অনলাইন ডেস্ক