TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

মগবাজারে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

ঢাকার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৫০ জন। রোববার (২৭ জুন) রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

রোববার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুমের ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণটি কিসে হয়েছে তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে বিস্ফোরণের সময় আগুনের ঝলকানি দেখা গেছে।

 

ডিএমপি জানান, এখন পর্যন্ত তারা জানতে পেরেছেন, মগবাজারের শরমা হাউসে গ্যাস বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট সাতজন।

এ ঘটনায় কারও গাফিলতি আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস থেকে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে পুলিশের প্রতিনিধি চাইলে আমরা দেব। তবে এ বিষয়ে এক্সপার্ট ফায়ার সার্ভিস। তারাই তদন্ত করবেন, তারাই মতামত দেবেন।

 

২৭ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

কাপড়ের দোকানি থেকে ১ হাজার ৫০ কোটির মালিক ‘গোল্ডেন মনির’

অনলাইন ডেস্ক

নেট জিরো: হাউজিং সেক্টরে যেসব পরিবর্তন আনতে চলেছে ব্রিটেন

অনলাইন ডেস্ক

ব্রিটেনে বেড়েছে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক