20.3 C
London
September 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মহিলাদের নিরাপত্তায় ও রাস্তায় হয়রানি প্রতিরোধে ব্রিটেনে নতুন অ্যাপ চালু

যুক্তরাজ্যের ইয়র্ক ও নর্থ ইয়র্কশায়ারে রাস্তায় হয়রানি প্রতিরোধে ‘Start Safe, Stay Safe’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে। এই অ্যাপ ব্যবহারকারীদের দ্রুত এবং সহজ উপায়ে হয়রানির ঘটনা রিপোর্ট করার সুযোগ দেবে।

অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ছবি, ভিডিওসহ প্রমাণ সংগ্রহ করতে পারবেন এবং তা চাইলে গোপনভাবে বা আনুষ্ঠানিকভাবে পুলিশ ও স্থানীয় কাউন্সিলের কাছে জমা দিতে পারবেন। এর ফলে ভুক্তভোগীরা হয়রানির ঘটনার নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণ ও উপস্থাপন করতে পারবেন।

নারী অধিকারভিত্তিক উদ্যোগ Women Unlocked জানিয়েছে, এই অ্যাপ মহিলাদের জন্য রিপোর্ট করার ক্ষেত্রে ভয় ও দ্বিধা কমাবে। বিশেষত যেসব নারী ফোনে বা সামনাসামনি অভিযোগ জানাতে সংকোচ বোধ করেন, তারা সহজে এ প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।

স্থানীয় কর্তৃপক্ষ আশা করছে, অ্যাপটি আরও বেশি মানুষকে রাস্তায় হয়রানির ঘটনা রিপোর্ট করতে উৎসাহিত করবে এবং পুলিশের হাতে কার্যকর প্রমাণ পৌঁছে দেবে। দীর্ঘমেয়াদে এটি কমিউনিটিতে নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

স্যু গ্রের তদন্তে উঠে এসেছে ডাউনিং স্ট্রিটের দুর্নীতির অন্ধকার অধ্যায়

শোষণের চেয়ে নিরাপদ নয় যুক্তরাজ্য সরকারের সহায়তাঃ রিপোর্ট

জুনিয়র চিকিৎসকের ধর্মঘট, হুমকিতে ব্রিটেনের স্বাস্থ্যসেবা