ম্যানচেস্টারে গত মাসে একটি সিনাগগের বাইরে সংঘটিত প্রাণঘাতী হামলায় জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। বৃহস্পতিবার ম্যানচেস্টার বিমানবন্দরে একটি ইনবাউন্ড ফ্লাইটে নামার পর তাকে আটক করা হয়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, তাকে “সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, প্রস্তুতি ও প্ররোচনা”–সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
২ অক্টোবর হিটন পার্ক কংগ্রিগেশন সিনাগগের বাইরে সিরিয়া-জন্ম ব্রিটিশ নাগরিক জিহাদ আল-শামি ভয়াবহ হামলা চালায়। তিনি প্রথমে গাড়ি চালিয়ে পথচারীদের ওপর হামলা করেন, এরপর ছুরি নিয়ে আক্রমণ করেন এবং জোরপূর্বক সিনাগগে ঢোকার চেষ্টা করেন। পুলিশ পরে তাকে গুলি করে হত্যা করে। তদন্তকারীরা জানান, ৩৫ বছর বয়সী আল-শামি ইসলামিক স্টেট (আইএস)–এর প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন।
হামলায় সিনাগগের দুই উপাসক—মেলভিন ক্র্যাভিটজ (৬৬) ও অ্যাড্রিয়ান ডলবি (৫৩)—নিহত হন। ক্র্যাভিটজকে আল-শামি ছুরি মেরে হত্যা করেন। আর ডলবি পুলিশের গুলিতে দুর্ঘটনাবশত নিহত হন—যখন তিনি ও অন্যান্য উপাসক আল-শামিকে প্রবেশে বাধা দিতে দরজায় ব্যারিকেড দিচ্ছিলেন। হামলায় আরও তিনজন গুরুতর আহত হন।
ঘটনার পর গ্রেটার ম্যানচেস্টার এলাকার বিভিন্ন স্থান থেকে ছয়জনকে আটক করা হয়েছিল। এদের মধ্যে পাঁচজনকে পরবর্তীতে অভিযোগহীনভাবে মুক্তি দেওয়া হয়। অপরদিকে, অপরাধ–সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে আটক ৩০ বছর বয়সী একজনকে জামিন দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে সন্ত্রাসবিরোধী ইউনিট।
সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট
এম.কে

