5.5 C
London
December 3, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের আগামী নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবির শঙ্কা

যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা রয়েছে। দেশটির বর্তমান ক্ষমতাসীন এ দলটি আগামী নির্বাচনে হারাতে পারে সংসদের প্রায় ১৮০টি আসন।

যুক্তরাজ্যের আগামী নির্বাচন নিয়ে ‘ইউগভ সার্ভে’র করা এক আগাম নির্বাচনী জরিপে উঠে এসেছে এমন তথ্য। মধ্য জানুয়ারিতে এই জরিপের ফল প্রকাশ করা হয়, যেখানে উত্তরদাতা হিসেবে ছিলেন ১৪ হাজারের বেশি মানুষ।

এতে দেখা গেছে, এখন নির্বাচন অনুষ্ঠিত হলে ‘বড় সংখ্যাগরিষ্ঠতা’ পাবে লেবাররা। জরিপের ফল বলছে, ৩৮৫টি আসন পেতে পারে দলটি। বিপরীতে কনজারভেটিভের আসনসংখ্যা নেমে যেতে পারে ১৬৯টিতে, যাদের অধীনে বর্তমানে রয়েছে ৩৪৯ আসন।

‘ইউগভ সার্ভে’ বলছে, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন নিয়ে এই আগাম জরিপের ফল হতে পারে ১৯৯৭ সালের নির্বাচনের প্রতিফলন। সেসময় টনি ব্লেয়ারের লেবার পার্টি ৪১৮টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল।

জরিপের তথ্য অনুযায়ী, লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পাশাপাশি লিবারেল ডেমোক্রেটরা ৪৮টি আসন পেতে পারে। বর্তমানে সংসদে তাদের ১৫টি আসন রয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয়ের সীমা আগের তুলনায় বাড়ানো হয়েছে। এবারের নির্বাচনে দলগুলো ৩৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে পারবে, আগে যা ছিল ১৯.৫ মিলিয়ন পাউন্ড।

যুক্তরাজ্যের আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ২০২৪ সালের শেষ দিকে।

সূত্রঃ ইউগভ সার্ভে

এম.কে
০৩ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

বরিস জনসনকে ‘নিরাপত্তা হুমকি’ মনে করেন লর্ড ব্লাঙ্কেট

এনএইচএসের বিলম্ব: প্রাইভেট হেলথ কেয়ারের দিকে ঝুঁকছেন লাখো মানুষ

বাংলাদেশের কাছে যেসব অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাজ্য