10.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের কিছু অংশে ভূমিকম্প

যুক্তরাজ্যের কিছু অংশে ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার (৩০ মে) দুপুর ২.৩৬ মিনিটে ওয়েম শহরের ঠিক পূর্বে শ্রপশায়ারে সাত কিলোমিটার গভীরে ভূমিকম্পটি ঘটে।

 

কেন্দ্র থেকে ৬০ কিলোমিটারের মধ্যে এলাকাগুলোর বাসিন্দারা এই ভূমিকম্প অনুভব করেন। বাসিন্দারা হালকা কাঁপুনি অনুভব করেন বলে জানিয়েছেন।

 

সংস্থাটি আরও জানিয়েছে, এর কেন্দ্রস্থল ছিল স্ট্যানটনের গ্রাম হাইন হিথ, ওয়েস্টন-আন্ডার-রেডক্যাসল এবং হডনেটের মধ্যে।

 

এদিকে সোমবার সকাল ৮টার আগে স্কটল্যান্ডের উত্তর আয়ারশায়ারের আরানে ২.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

 

বিজিএস অনুসারে, রোববার রাত ৮টা চল্লিশে গ্রেটার ম্যানচেস্টারের সেলে ২.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

 

অনেক লোক ভূমিকম্পের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

 

৩১ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থীর ইউরোপ প্রবেশ

বিলেতে বাড়ি কেনাবেচাঃ  প্রপার্টি কনভিয়েনসিং

নিউজ ডেস্ক

ব্রিটেনের ইতিহাসে প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী শাবানা মাহমুদ