ক্যামব্রিজের মিল পার্কে মারাত্মক হামলার শিকার হয়ে ২০ বছর বয়সী সৌদি তরুণ মোহাম্মদ আলগাসিম নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। সহিংসতার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি সেবার কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
মোহাম্মদ আলগাসিম ইংরেজি শেখার জন্য ১০ সপ্তাহের একটি প্লেসমেন্টে ক্যামব্রিজে অবস্থান করছিলেন। পরিবারের পক্ষ থেকে এক আবেগঘন বিবৃতিতে বলা হয়েছে, “মুহাম্মদ ইউসুফ আলগাসিম উদ্দীপনায় ভরা এক তরুণ, শৌর্য ও সাহসিকতায় পূর্ণ। তিনি কর্তব্যপরায়ণ পুত্র, স্নেহময় ভাই ছিলেন।” পরিবারের সদস্যরা আরও উল্লেখ করেন, “তিনি ছিলেন হাসিখুশি, হৃদয়বান, দানশীল, অন্যদের প্রতি অনুরাগী এবং পরিবারের প্রাণ। তিনি রেখে গেছেন অমলিন উত্তরাধিকার।”
এ ঘটনায় হলব্রুক রোডের বাসিন্দা ২১ বছর বয়সী চ্যাস কোরিগানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) তিনি পিটারবোরো ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হন। তাকে আগামী বুধবার (৬ আগস্ট) ক্যামব্রিজ ক্রাউন কোর্টে হাজির করার জন্য রিমান্ডে রাখা হয়েছে।
এছাড়া, ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্তকে সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রঃ দ্য ক্যাম্ব্রিজ লাইভ
এম.কে
০৫ আগস্ট ২০২৫