TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব ওয়েলসে কুকুরের আক্রমণে নয় মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

দক্ষিণ-পূর্ব ওয়েলসের মনমাউথশায়ারের রজিয়েট এলাকায় কুকুরের আক্রমণে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে (জিএমটি) এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, তবে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

গেন্ট পুলিশ জানিয়েছে, ঘটনার পর কুকুরটিকে জব্দ করে ওই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণীটির প্রজাতি শনাক্তের প্রক্রিয়া চলছে এবং তদন্তের অংশ হিসেবে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি, তবে পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চিফ সুপারিনটেনডেন্ট জন ডেভিস এক বিবৃতিতে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।” তিনি আরও জানান, পরিবারের পাশে সহায়তা দিতে বিশেষ অফিসার নিয়োজিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটিতে শোকাহত প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, এত শান্ত একটি আবাসিক এলাকায় এমন দুঃখজনক ঘটনা অকল্পনীয়। ঘটনার সময় এলাকায় একাধিক পুলিশ ও অ্যাম্বুলেন্সের গাড়ি দেখা যায়, যা পুরো পাড়া জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে।

রজিয়েটের কাউন্টি কাউন্সিলর পিটার স্ট্রং বলেন, “গ্রামটি এখন গভীর শোকে মুহ্যমান। এই পরিবারটি আমাদের কমিউনিটির অংশ, তাদের এই ক্ষতি ভাষায় প্রকাশ করা যায় না।” তিনি পুলিশি তদন্তে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অভিবাসন সংকটঃ চ্যানেল পাড়ি থামানোর চ্যালেঞ্জ

বিজ্ঞানীদের পথ দেখালেন পারকিনসন্সের গন্ধ সনাক্ত করতে পারা নারী!

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ান নিরাপত্তা প্রধানকে ভিসা প্রত্যাখ্যানঃ হোম অফিসের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ