18.9 C
London
July 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গ্যাস বিস্ফোরণে হত্যাকাণ্ড, আটক এক ব্যক্তি

পূর্ব লন্ডনের স্টোক নিউইংটনের একটি বাড়িতে বিস্ফোরণের পর ছুরিকাঘাতে নিহত এক ৪৬ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টার কিছু আগে ডুমন্ট রোডের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এক নারীকে মৃত অবস্থায় পায় এবং এক ৪৪ বছর বয়সী পুরুষকে হত্যা সন্দেহে আটক করে।

আটক ব্যক্তি নিজেও ছুরি জাতীয় আঘাতে আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেশীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং রাস্তায় কাচ, গাছপালা ও কাঠের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “বিস্ফোরণের পর জানালা দিয়ে দেখি কাচ ছড়িয়ে আছে, আর বাড়ির পেছন থেকে ধোঁয়া উঠছে।”

বিস্ফোরণের সময় বাড়িতে থাকা ৭ ও ৯ বছর বয়সী দুটি শিশুকে সতর্কতা হিসেবে হাসপাতালে নেওয়া হয়, তবে তারা আহত হয়নি।

ঘটনায় স্টোক নিউইংটন, হ্যালোওয়ে, ইস্লিংটন ও হোমারটন ফায়ার স্টেশন থেকে আসা ৪০ জন দমকলকর্মী ও ৬টি ইঞ্জিন কাজ করেছে।

ঘটনার তদন্ত চলতে থাকায় পুলিশ এলাকা ঘিরে রেখেছে এবং পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টা সময় লাগে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে CAD 926/17June নম্বর উল্লেখ করে অথবা 0800 555 111 নম্বরে গোপনে তথ্য জানাতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
১৭ জুন ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে নতুন ডেটা সেন্টার নির্মাণ করতে যাচ্ছে গুগল

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

অনিবন্ধিত অভিবাসী সন্দেহে হোম অফিস কর্মী গ্রেফতার