4.2 C
London
January 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের প্রতি ছয়জন কর্মীর একজন খাবার মিস করছেনঃ ট্রেড ইউনিয়ন কংগ্রেস

ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) জানিয়েছে গত তিন মাসে ১৭% কর্মী খরচ কমানোর জন্য খাবার মিস করেছেন। প্রায় ১০% কর্মী প্রতিদিন বা বেশিরভাগ দিন এভাবে চলছেন।

যুক্তরাজ্যের প্রতি ছয়জন কর্মীর একজন উচ্চ মূল্যের খাদ্যসামগ্রী, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের চাপে পড়ে খাবার মিস করছেন।

জীবনযাপনের ব্যয়ের সংকট কর্মজীবী পরিবারের ওপর যে প্রভাব ফেলছে তা তুলে ধরে, টিইউসি প্রকাশ করেছে যে পূর্ণ বা খণ্ডকালীন কর্মীদের ১৭% তাদের খরচ কমানোর জন্য গত তিন মাসে অন্তত একবেলা খাবার মিস করেছেন।

ক্রিসমাসের আগের সপ্তাহে ইউগভ দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে ২,৫০০ কর্মজীবী প্রাপ্তবয়স্কদের মধ্যে ১০% বলেছেন তারা প্রতিদিন বা বেশিরভাগ দিন খাবার মিস করেছেন।

টিইউসি বলছে, এই পরিসংখ্যান “১৪ বছরের কনজারভেটিভ স্থবিরতার” ফলাফল। কর্মীদের অধিকার শক্তিশালী করতে লেবার পার্টি পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেছে কিন্তু এর সমাধানে সংষ্কার করতে ব্যর্থ হচ্ছে।

কিয়ার স্টারমারের সরকার অর্থনীতি উন্নয়নের উপায় খুঁজে বের করতে চাপের মুখে রয়েছে। আর্থিক বাজারের অস্থিরতা যুক্তরাজ্যের ঋণের খরচকে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।

অর্থমন্ত্রী রাচেল রিভস তার মন্ত্রিসভাকে অর্থনীতি বৃদ্ধির জন্য পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। কারণ ঋণের খরচ বৃদ্ধি, দুর্বল অর্থনৈতিক পূর্বাভাস এবং স্থায়ী মুদ্রাস্ফীতির কারণে তাকে আর্থিক নিয়ম ভঙ্গ করতে হতে পারে।

রিভস কর্মসংস্থান অধিকার সংক্রান্ত সংস্কার চালু রাখার জন্য লেবার পার্টিকে তাদের পরিকল্পনা বাস্তবায়নে অটল থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে কর্মসংস্থান অধিকার বৃদ্ধি যুক্তরাজ্যের অর্থনীতিকে আরও উৎপাদনশীল করতে পারে। যা কর্মীদের নিরাপত্তা দেবে এবং অর্থনীতিকে চাঙ্গা করবে।

এদিকে, খাদ্য, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম এখনও অনেক বেশি। যা কর্মজীবী পরিবারগুলোর জন্য চাপ সৃষ্টি করছে। ২০০৮ সালের আর্থিক সংকটের আগে মজুরির যে বৃদ্ধির হার ছিল, তার তুলনায় গত ১৫ বছরে মজুরি বৃদ্ধি অনেক কম।

টিইউসি বলছে, প্রতিটি কর্মীকে সম্মানজনক জীবিকা উপার্জনের সুযোগ দিতে হবে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে কর্মজীবী পরিবারের জন্য সরকারের ‘মেক ওয়ার্ক পে’ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৩ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ট্রেন ও ফ্লাইট বাতিলে চরম বিশৃঙ্খলা যুক্তরাজ্য জোরে

যুক্তরাজ্যে অস্থায়ী ভিসা নিয়ে অবস্থানকারী ব্যক্তিদের পক্ষে যুগান্তকারী রায়

যুক্তরাজ্যে ডাকবিভাগে যুক্ত হচ্ছে ড্রোন সেবা