13.3 C
London
July 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের বার্মিংহামে ৪০ মাইল গতির অবৈধ ই-বাইক ধ্বংস, তল্লাশিতে গ্রেপ্তার ৩ অভিবাসী

বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলে অবৈধভাবে পরিবর্তিত ১৬টি ই-বাইক জব্দ ও ধ্বংস করা হয়েছে। গত সপ্তাহে পরিচালিত একটি পূর্ব-পরিকল্পিত অভিযানে এই বাইকগুলো ধরা পড়ে বলে জানিয়েছে বার্মিংহাম সিটি কাউন্সিল।

এই অভিযানের মূল লক্ষ্য ছিল ই-বাইক ব্যবহারকারীদের বিপজ্জনক ও বেপরোয়া গতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় দ্রুতগতির ই-বাইক চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগ বেড়ে যাওয়ায় জনসাধারণের উদ্বেগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

আইন অনুযায়ী, বৈধ ই-বাইকের মোটর শুধুমাত্র ১৫.৫ মাইল প্রতি ঘণ্টা পর্যন্ত গতি সহায়তা দিতে পারে। এর বেশি গতি হলে সেই যানবাহনকে মোটরযান হিসেবে গণ্য করা হয় এবং চালকের লাইসেন্স, ট্যাক্স ও বীমা বাধ্যতামূলক হয়।

জব্দ করা ই-বাইকগুলো অবৈধভাবে পরিবর্তন করে ৪০ মাইল প্রতি ঘণ্টা পর্যন্ত গতিসম্পন্ন করা হয়েছিল। এই বাইকগুলো সড়কে চলাচলের জন্য অনুমোদিত নয় এবং এদের চালকরা লাইসেন্সবিহীনভাবেই তা ব্যবহার করছিলেন।

অভিযানটি পরিচালিত হয় ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ, ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ও অন্যান্য সংস্থার সহযোগিতায়। অভিযানে অংশ নেয় উভয় পোশাকধারী ও সাদাপোশাকের অফিসাররা।

তল্লাশির সময় অভিবাসন সংক্রান্ত চেকের মাধ্যমে তিনজনকে সন্দেহভাজন অভিবাসন অপরাধে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বার্মিংহামের মতো সাফোক ও নরফোক এলাকাতেও সম্প্রতি এমন উচ্চগতির অবৈধ ই-বাইকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ বলছে, জননিরাপত্তা রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
০২ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে করোনার প্রথম টিকা পেলেন ৯০ বছর বয়সী নারী

নিউজ ডেস্ক

স্ট্যাম্প ডিউটির প্রভাবেই যুক্তরাজ্যে বাড়ির দামে বড় পতন, দুই বছরে সর্বোচ্চ মাসিক ধস

লন্ডনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি