21.7 C
London
July 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের মিডল্যান্ডসে খরা ঘোষণা, নদীর পানি রেকর্ড স্তরে নিম্নগামী

পূর্ব ও পশ্চিম মিডল্যান্ডস অঞ্চলে আনুষ্ঠানিকভাবে খরা ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টানা শুষ্ক ও উচ্চ তাপমাত্রার কারণে এসব অঞ্চলে জলাধার, নদী ও ভূগর্ভস্থ পানির স্তর বিপজ্জনকভাবে হ্রাস পেয়েছে।

গরমের তীব্রতা কেবল মিডল্যান্ডসেই সীমাবদ্ধ নয়। উত্তর-পশ্চিম ইংল্যান্ড ও ইয়র্কশায়ার এলাকাতেও একইভাবে খরার প্রভাব পড়েছে। দীর্ঘ সময় ধরে বৃষ্টির অনুপস্থিতি এবং ব্যতিক্রমী তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৯৭৬ সালের পর এই বছর ইংল্যান্ডে সবচেয়ে গরম ও শুষ্ক আবহাওয়া রেকর্ড করা হয়েছে। এই অতিরিক্ত গরমে ইংল্যান্ডের অনেক নদী ও জলাশয়ে পানি আশঙ্কাজনকভাবে কমে গেছে।

কৃষি খাত, জল সরবরাহ এবং পরিবেশের উপর এই খরার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। পানি সংরক্ষণ এবং ব্যবহারে সচেতনতা বাড়াতে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করেছে।

আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, আগামী কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাস্তুতন্ত্র এবং পানির সরবরাহ সংকটে পড়তে পারে বিভিন্ন অঞ্চল।

সূত্রঃ আইটিভি

এম.কে
১৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

অবৈধ আশ্রয়প্রার্থী নিয়ে বিপাকে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

যুক্তরাজ্য হতে ডিপোর্ট পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ করার পরিকল্পনা

ফ্রড বা জালিয়াতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ব্রিটিশ সরকার