যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পাসপোর্ট কন্ট্রোলের জন্য নতুন ডিজিটাল লেন চালু হতে যাচ্ছে। এখানে যাত্রীদের চেহারা সরাসরি ক্যামেরার মাধ্যমে যাচাই করা হবে।
ইমিগ্রেশন ডেস্কের ব্যবহার বন্ধ করে আরও দ্রুত ও আধুনিক ব্যবস্থায় যাত্রী যাচাই করার পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই প্রযুক্তি চালু হলে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ এবং সময় সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করিডোরে স্ক্যানার বসানো হবে, যেগুলো দিয়ে যাত্রীরা অতিক্রম করার সময় ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে মুখের ছবি সংগ্রহ করবে। এআই প্রযুক্তির মাধ্যমে সেই ছবি সঙ্গে সঙ্গেই যাচাই করা হবে।
ডিজিটাল পাসপোর্ট চালু হওয়ার পর এই নতুন ব্যবস্থায় খুব অল্প সময়ের মধ্যে যাত্রীদের নাম, পরিচয় ও ভ্রমণ সম্পর্কিত তথ্য পাওয়া সম্ভব হবে। ফলে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার ঝামেলা অনেক কমে আসবে।
হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এটি যাত্রীদের জন্য এক নিরাপদ ও দ্রুতগতির অভিজ্ঞতা এনে দেবে এবং একই সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা আরও বাড়াবে।
সূত্রঃ বিবিসি
এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫