যুক্তরাজ্য এই গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা এই সপ্তাহের সোমবার রেকর্ড করা হয়েছে। ইউকে ২০২৪ সালের এই গ্রীষ্মে সবচেয়ে উষ্ণতম দিনে প্রায় ৩৪.৮ সেণ্টিগ্রেড বা ৯৫ ফারেনহাইটে তাপমাত্রা পৌঁছাতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়।
মেট অফিসের তথ্যানুযায়ী সোমবার ইউকেতে বছরের সবচেয়ে উষ্ণতম দিন ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যের কেমব্রিজে ৩৪.৮ সেণ্টিগ্রেডে পৌঁছেছে।
উচ্চতর তাপমাত্রার জন্য মধ্য এবং দক্ষিণ ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে হলুদ সতর্কবার্তা প্রদান করা হয়েছে। আবার যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য এই সোমবারের আগে ২০২৪ সালের সবচেয়ে উষ্ণতম দিনটি ছিল ৩০ জুলাই। যেদিন লন্ডনের হিথ্রোতে তাপমাত্রা ৩২ সেন্টিগ্রেডে পৌঁছেছিল।
সূত্রঃ বিবিসি
এম.কে
১৩ আগস্ট ২০২৪