TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অ্যাঞ্জেলা রেইনারের পদত্যাগে টালমাটাল কেয়ার স্টারমারের মন্ত্রিসভা

কর কেলেঙ্কারির জেরে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ও লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেইনার। £৪০,০০০ কম স্ট্যাম্প ডিউটি দেওয়ার অভিযোগে সপ্তাহব্যাপী বিতর্কের পর শুক্রবার প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে চিঠি দিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

রেইনার তার পদত্যাগপত্রে জানান, ব্যক্তিগত জীবনে অতি মাত্রায় মিডিয়া নজরদারির কারণে দায়িত্ব পালন করা অসহনীয় হয়ে উঠেছে। তিনি লিখেছেন, “আমার জীবনে যথাযথ নজরদারি হওয়া উচিত, তবে আমার পরিবার তাদের ব্যক্তিগত জীবন এভাবে প্রকাশ্যে টেনে আনা বেছে নেয়নি।”

এ বছরের মে মাসে রেইনার দক্ষিণ ইংল্যান্ডের হোভে প্রায় £৮,০০,০০০ মূল্যে একটি ফ্ল্যাট কেনেন। কিন্তু দ্বিতীয় সম্পত্তির জন্য যে উচ্চ হারে স্ট্যাম্প ডিউটি দেওয়ার কথা ছিল, তা না দিয়ে তিনি £৩০,০০০ পরিশোধ করেন। সঠিক হিসাব অনুযায়ী এই করের পরিমাণ ছিল £৭০,০০০। রেইনার দাবি করেন, তিনি ভুল আইনি পরামর্শের কারণে এ ত্রুটিতে জড়িয়েছেন।

কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই রেইনার তীব্র চাপের মধ্যে পড়েন। অতীতে কনজারভেটিভ নেতাদের কর ফাঁকি ও ‘স্লিজি’ কর্মকাণ্ড নিয়ে যিনি সরব ছিলেন, তিনিই কর জটিলতায় জড়ানোয় সমালোচনার মুখে পড়েন। বিশেষত ব্রিটেনে যখন আবাসন সঙ্কট তীব্র, তখন হাউজিং মন্ত্রীর এ ধরনের বিতর্ক লেবার সরকারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

প্রথমদিকে কেয়ার স্টারমার তার ডেপুটির পাশে দাঁড়ালেও দিন যত গড়িয়েছে, সমর্থন ততই দুর্বল হতে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের করনীতি ও আবাসন সংস্কার নিয়ে বিতর্ক চলার সময়ে রেইনারকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

অ্যাঞ্জেলা রেইনার লেবার পার্টির ভেতরে অন্যতম জনপ্রিয় নেত্রী ছিলেন। ম্যানচেস্টারের প্রান্তে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা রেইনার ১৬ বছর বয়সে মা হন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি প্রবীণদের যত্নে কাজ করেন এবং পরে ট্রেড ইউনিয়নের প্রতিনিধি হন। তার খোলামেলা ব্যক্তিত্ব ও শ্রমজীবী শিকড় লেবারের ভেতরে ভিন্নমতগুলোকে এক সেতুবন্ধনে এনেছিল।

তার পদত্যাগে কেয়ার স্টারমারের নেতৃত্ব আরও চাপের মুখে পড়ল। সম্প্রতি জনমত জরিপে লেবার পার্টি ডানপন্থী অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের কাছে পিছিয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, রেইনারের পতনে লেবারের জন্য এক ভয়াবহ রাজনৈতিক গ্রীষ্মের সমাপ্তি ঘটল।

স্টারমার পদত্যাগের পর এক চিঠিতে রেইনারকে “বিশ্বস্ত সহকর্মী ও সত্যিকারের বন্ধু” আখ্যা দেন। তিনি লেখেন, “যদিও আমি মনে করি তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ, এটি নিঃসন্দেহে তোমার জন্য বেদনাদায়ক। তোমার নেতৃত্ব ও অবদান আমরা দীর্ঘদিন মনে রাখব।”

সূত্রঃসিএনএন

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যে পাঁচটি স্বাস্থ্যসমস্যা থাকলে অতিরিক্ত পিআইপি দেওয়া হবে

অনলাইন ডেস্ক

আগামী বছর পর্যটকদের জন্য কিছু জরুরি তথ্য

নিউজ ডেস্ক

বিড়াল হত্যায় দোষী সাব্যস্ত ব্রিটিশ নাগরিক