18.1 C
London
September 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে আবহাওয়া পূর্বাভাসে হলুদ সতর্কবার্তা জারি

যুক্তরাজ্যে নতুন করে বৈরী আবহাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে লন্ডন মেট অফিস। মেট অফিস হলুদ সতর্কবার্তার  কারণ হিসাবে ঝড় ইশার কথা উল্লেখ করেছে বলে স্কাই নিউজের খবরে জানা যায়।

ঝড় ইশায় প্রতি ঘণ্টায় ৮০ মাইল গতিতে বাতাস বয়ে যেতে পারে। যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিভিন্ন এলাকায়   রাস্তা ও সেতু বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রেল এবং বাস পরিষেবাগুলি বিলম্ব এবং বাতিল হবার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া বার্তার সতর্কতা অনুযায়ী রবিবার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সকাল পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। ঝড়টি মধ্য, পূর্ব এবং পশ্চিম ইংল্যান্ড এবং সমস্ত ওয়েলস জুড়ে প্রবাহিত হতে পারে।

উল্লেখ্য যে, মেট অফিসের হলুদ সতর্কবার্তার অর্থ হল:

-মোবাইল ফোনের কভারেজের ও বিদ্যুৎ পরিষেবা ব্যহত হতে পারে।

-বাতাসের তীব্রতায় ছাদের টাইলস উড়ে যেতে পারে।

-রেল,বাস এবং ফেরি পরিষেবাগুলি প্রভাবিত হতে পারে কিংবা বাতিল হতে পারে। কিছু রাস্তা এবং সেতু বন্ধ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে।

-অতিরিক্ত বাতাসের তীব্রতায় সমুদ্রে বড় ঢেউ সৃষ্টি হতে পারে এবং বিভিন্ন ধরনের ভারী বস্তু বাতাসের মাধ্যমে উড়ে আসতে পারে যাতে আঘাতপ্রাপ্ত হবার সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
২১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

লন্ডনে মিলিয়ন পাউন্ড আয় করেন এই বাংলাদেশি

অনলাইন ডেস্ক

ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র, বরিস জনসনের স্বস্তি

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত

অনলাইন ডেস্ক