8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে আলবেনীয় অভিবাসীদের ঢল নেমেছে

যুক্তরাজ্য হোম অফিসের তথ্যমতে, ১২ জানুয়ারি ৪৩ জন অবৈধ অভিবাসীকে আলবেনিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদের ছয় জন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে এসেছিলেন। গত ডিসেম্বরে আলবেনিয়া থেকে আসা বিপুল পরিমাণ অভিবাসীদের মোকাবেলায় নতুন পরিকল্পনার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে- আলবেনিয়ায় ব্রিটিশ সীমান্ত কর্মকর্তা মোতায়েন।

অবৈধভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করা আলবেনীয় নাগরিকের সংখ্যা হুহু করে বাড়ছে যুক্তরাজ্যে। ঋষি সুনাক জানান, ২০২২ সালে আলবেনিয়া থেকে ১৩ হাজার মানুষ যুক্তরাজ্যে এসেছেন। এর প্রায় দুই-তৃতীয়াংশই এসেছেন ছোট নৌকায় করে। এদের অধিকাংশই একা আসা প্রাপ্তবয়স্ক পুরুষ। এদের সংখ্যা আলবেনিয়ার কর্মক্ষম মানুষের এক শতাংশ। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আলবেনীয়রা রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন। এদের কেউই আশ্রয় বা যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি পাননি।

সুনাক বলেন, তবে সাধারণত আলবেনিয়ানদের আবেদন ইতিবাচকভাবেই গ্রহণ করে যুক্তরাজ্য। সাধারণত ৫৭ শতাংশ আলবেনিয়ানের আবেদন গৃহীত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: বিবিসি

আরো পড়ুন

কনজারভেটিভ সরকারের বিতর্কিত রুয়ান্ডা নির্বাসন মামলায় পরাজয়

ভাই-বোনদের নিয়ে মায়ের কফিনে চার্লসের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

‘রোজার কারণে মুসলমানদের করোনার টিকা নেওয়া বন্ধ করা উচিত না’

নিউজ ডেস্ক