8 C
London
April 28, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীরা হোম অফিস থেকে বাঁচতে গা ঢাকা দিয়ে আছে

যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশকারী লোকেরা খুবই কষ্টে জীবন কাটাচ্ছেন। অবৈধভাবে প্রবেশকারীদের জন্য দিন দিন কঠিন স্থান হিসেবে পরিগনিত হচ্ছে যুক্তরাজ্য। বর্তমানে অবৈধভাবে প্রবেশকারী বা আশ্রয়প্রার্থীদের নতুন ভয় কাজ করছে। তাদের ধারনা পুলিশ ধরলে তাদেরকে রুয়ান্ডায় ডিপোর্ট করা হবে।

গত বছর অবৈধভাবে ভারত হতে যুক্তরাজ্যে আগত ২৮ বছর বয়সী দ্রাবিড় বলেছেন, ” আমি হোম অফিসের সাথে যোগাযোগ রক্ষা করতে চাই না কারণ তাদের কর্মকাণ্ড নিয়ে আমার বিশ্বাস নেই। তারা আমাকে গ্রেফতার করে রুয়ান্ডায় পাঠিয়ে দিতে পারে।”

দক্ষিণ লন্ডনে তিনজনের সাথে দেখা হয় বৃটিশ গণমাধ্যম কর্মীর। এই তিনজনই যুক্তরাজ্যে এসাইলাম দাবি করতে এসেছিলেন। আশ্রয়প্রার্থীরা বৃটিশ গণমাধ্যমের কাছে বলেন, “আমরা পুলিশ স্টেশনে প্রতি সপ্তাহে সাক্ষর করার জন্য যেতে ভয় পাচ্ছি। এবং অনেক আশ্রয়প্রার্থী হোম অফিস হতে বাঁচতে গা ঢাকা দিচ্ছে।”

২১ বছর বয়সী অ্যাবিন্থান বলেছেন যে তিনি শ্রীলঙ্কার অত্যাচার ও নির্যাতন থেকে পালিয়ে এসেছিলেন এবং তারপরে একটি ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পেরিয়ে তার জীবনে ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন। বর্তমানে তিনি বৃটিশ পুলিশ হতে পালিয়ে আছেন। তিনি বলেন, “আমি বাইরে যেতে পারি না, খুব ভয় পেয়েছি। পুলিশ গ্রেফতার করলে আমাকে রুয়ান্ডা পাঠিয়ে দিবে। আমি সেখানে যেতে চাই না।”

পালিয়ে থাকা এসাইলাম প্রার্থীরা খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করে যাচ্ছেন। তাদের কাজ করার অনুমতি নেই, বসবাসের জায়গা নেই। চিকিৎসা নেয়ার কোনো উপায় নেই। তাদের বেশিরভাগই অনিবন্ধিত অবস্থায় আছে। তারা তাদের কেইস নিবন্ধন করতেও ভয় পাচ্ছে।

যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাসকারী লোকের সংখ্যা আনুমানিক এক লাখ লোকের মধ্যে একজন। যদিও কেউ নিশ্চিতভাবে সংখ্যাটি জানেন না।

একজন তামিল ২০ বছর আগে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। তামিল হিসাবে তিনি বলেছেন যে তিনি নিপীড়ন থেকে পালিয়ে এসেছিলেন। তার আশ্রয়ের দাবি প্রায় এক দশক আগে প্রত্যাখ্যাত হয়। গত পাঁচ বছর ধরে তিনি বাগান রক্ষণাবেক্ষণের কাজ করেন এবং একটি গ্যারেজে বাস করছেন। তার নিজের জন্য খাবার রান্না করার অনুমতি নেই। তিনি বলেন হোম অফিসের ভয়ে আমি এভাবেই জীবন চালাচ্ছি। আমি তাও থাকার জায়গা পেয়েছি আমার দুইজন বন্ধু রাস্তায় রাত কাটায়। এই জীবন অনেক সংগ্রামের।

আরো পড়ুন

বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশদের ওপর কাজ করছে না হৃদরোগের ওষুধ

জাপান উপকূলে জাহাজডুবি: ৬ চীনা নাগরিকসহ ৮ জনের মৃত্যু

কোকেনের বৈধতা দিতে যাচ্ছে সুইজারল্যান্ড