TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

যুক্তরাজ্যে আশ্রয় চাইলেন যুদ্ধের প্রতিবাদকারী রাশিয়ান দম্পতি

ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এক রাশিয়ান দম্পতি। এবার তারা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম দাবি করছে।

 

২৮ বছর বয়সী আনিয়া এবং ইগোর (পরিবর্তিত নাম) দম্পতি, যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। প্ল্যাকার্ডে লিখা ছিল: ‘রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে না বলুন, যুদ্ধকে না বলুন’।

 

তারা আরো বলেছেন, শহরের বেশিরভাগ মানুষ ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ান আগ্রাসনের সমর্থক। শহরের আরেকজন নারী একই দিনের এভাবে একাকী প্রতিবাদ করেছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়।

 

‘আমি যখন প্রতিবাদ করলাম তখন একজন বৃদ্ধ নারী পাশ দিয়ে হেঁটে বললেন: ‘তুমি পাগল, তোমাকে দেশ ছাড়তে হবে’ আনিয়া জানায়।

 

আনিয়া ইউক্রেনীয়দের মানবিক সহায়তা প্রদানকারী একটি সংস্থাকে ৫০ পাউন্ড অনুদান দিয়েছেন। পরে তিনি আতঙ্কিত হয়েছিলেন, কারণ রাশিয়া এই ধরনের অনুদানকে ফৌজদারি অপরাধ করে একটি নতুন আইন পাস করেছে।

 

‘রাশিয়ায় এখন প্রতি ঘণ্টায় নতুন আইন পাস করা হচ্ছে’ তিনি বলেন, ‘আমরা তাদের “ক্রেজি প্রিন্টার” আইন বলি কারণ অসংখ্য আইন প্রণয়ন হচ্ছে”।

 

রাশিয়া থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে তারা আর্মেনিয়া এবং তারপর জর্জিয়ায় পালিয়ে যায় যদিও তারা কোথায় যাচ্ছে এবং কখন যাচ্ছে সে সম্পর্কে রাশিয়ান কর্মকর্তারা সীমান্তে ‘তীব্রভাবে’ জিজ্ঞাসাবাদ করেছিলেন।

 

২৩ মার্চ ২০২২
সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!

ইয়েমেন উপকূলে হামলার শিকার ব্রিটিশ জাহাজ

প্রিন্সের সামনেই মাথা ঘুরে পড়ে গেলেন তিন সেনা