19.8 C
London
October 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) অতিরিক্ত ভর্তি বিপর্যয় মিটল সরকারের হস্তক্ষেপে

ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর ভুল হিসাবের কারণে ভিসা অনিশ্চয়তায় পড়া শত শত আন্তর্জাতিক শিক্ষার্থী অবশেষে তাদের পড়াশোনা শুরু করতে পারবে। হোম অফিসের সঙ্গে আলোচনার পর যুক্তরাজ্য সরকার অতিরিক্ত ভিসা বরাদ্দ দিয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চীনসহ বিভিন্ন দেশের শতাধিক শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন, কারণ ইউসিএল চলতি বছর শিক্ষার্থীদের সংখ্যা অনুমান করতে ব্যর্থ হয় এবং হোম অফিসের নির্ধারিত কনফার্মেশন অব অ্যাকসেপট্যান্স ফর স্টাডিজ (CAS) বরাদ্দ সীমা অতিক্রম করে। বিশ্ববিদ্যালয় বিষয়টি স্বীকার করে এবং ভিসা জটিলতায় পড়া শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে।

ইউসিএল এক বিবৃতিতে জানায়, “অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির কারণে” এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় শুরুতে প্রভাবিত শিক্ষার্থীদের ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছিল। এতে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন, কারণ তারা আগেই লন্ডনে থাকা ও যাতায়াতের খরচ পরিশোধ করেছিলেন।

তীব্র সমালোচনার পর ইউসিএল হোম অফিসের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত CAS নম্বর পাওয়ার আবেদন জানায়। আলোচনার ফলেই অতিরিক্ত ভিসা বরাদ্দের অনুমোদন মেলে, ফলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ক্লাসে অংশ নিতে পারবেন।

ইউসিএলের মুখপাত্র বলেন, “আমরা আনন্দিত যে প্রভাবিত আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখন পড়াশোনা শুরু করতে পারবে। আমরা তাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ধৈর্যের জন্য কৃতজ্ঞ। হোম অফিসকেও ধন্যবাদ জানাই দ্রুত সহায়তার জন্য।”

গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক শিক্ষার্থী জানান, তারা ইতিমধ্যে ইউসিএলের পক্ষ থেকে CAS ডকুমেন্ট ইমেইলে পেয়েছেন। তবে কিছু শিক্ষার্থী এখনও নিশ্চিত বার্তা পাননি। একজন চীনা শিক্ষার্থী বলেন, “আমি ভিসা পাওয়ার খবরে স্বস্তি পেয়েছি। গত মাসজুড়ে নানা বিভ্রান্তিকর তথ্যের কারণে মানসিক চাপ ছিল। লন্ডনে থাকার জন্য আগেই টাকা দিয়েছিলাম, যা ফেরতযোগ্য ছিল না।”

প্রায় ২০০ চীনা শিক্ষার্থী এই সংকটে আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে কিছুজন ইতিমধ্যেই যুক্তরাজ্যে পৌঁছেছিলেন সেমিস্টার শুরু হওয়ার আগে। পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জানানো হয়েছিল, ১০ অক্টোবরের মধ্যে উপস্থিত না হলে তাদের ভর্তি বাতিল হতে পারে।

ইউসিএলের ভর্তি বিভাগ শিক্ষার্থীদের পাঠানো এক ইমেলে জানায়, “আমরা বুঝতে পারি এই পরিস্থিতি আপনার জন্য হতাশাজনক ও অনিশ্চিত ছিল। আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ধৈর্যের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৬ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে DWP কর্তৃক অটিস্টিক ছেলের মায়ের উপর অস্বাভাবিক ঋণের বোঝা

তাইওয়ান সফর নিয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী প্রশ্নের মুখে

ব্রিটিশ ট্যাবলয়েডের বিরুদ্ধে জয় পেলেন মেগান