যুক্তরাজ্য ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন শহরে এক ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ দুই সন্দেহভাজন ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। শুক্রবার গভীর রাতে মসজিদে ইমামকে ভেতরে রেখে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেওয়ার এই ঘটনাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, এক ব্যক্তির হাতে উজ্জ্বল লাল গ্লাভস এবং অন্যজনের গায়ে কালো জ্যাকেট, যার বুকে সাদা অক্ষরে লেখা রয়েছে “Pre London” লোগো। পুলিশ জানিয়েছে, এই দুই ব্যক্তি ঘটনার কিছু সময় আগে ও পরে মসজিদের আশপাশে ঘোরাফেরা করছিলেন।
ঘটনার সময় ষাটের কোঠায় বয়সী ইমাম ভেতরে ছিলেন এবং এক অতিথির সঙ্গে চা পান করছিলেন। হঠাৎ ধোঁয়া ও আগুনের তাপ অনুভব করে তারা দ্রুত পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা জানায়, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কয়েক মিনিটের মধ্যে মসজিদের প্রবেশপথ সম্পূর্ণ আগুনে ঘেরা হয়ে যায়।
পুলিশ জানায়, মসজিদের বাইরে পার্ক করা ইমামের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কেউ আহত হননি, তবে মসজিদের প্রবেশদ্বার ও পার্কিং এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।
সাসেক্স পুলিশের মুখপাত্র বলেন, “এটি একটি গুরুতর ঘটনা, যা ধর্মীয় ঘৃণা থেকে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা এই দুই সন্দেহভাজনকে খুঁজে বের করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।” পুলিশ স্থানীয়দের আহ্বান জানিয়েছে—সিসিটিভি ফুটেজ বা সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে।
স্থানীয় মুসলিম সম্প্রদায় ঘটনাটিকে “গভীরভাবে উদ্বেগজনক ও আতঙ্কজনক” হিসেবে বর্ণনা করেছে। পিসহ্যাভেন ইসলামিক সেন্টারের এক মুখপাত্র বলেন, “যে সমাজে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে চেয়েছি, সেখানে এমন হামলা আমাদের জন্য চরম আঘাত।”
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৬ অক্টোবর ২০২৫